টপিকঃ একটু খানি বোমাবাজি ( ফানি ডিজাইন)
কিছু দিন আগে ভারসিটির চাপে পড়ে কনভারজেন্স কম্যুনিকেশনের জন্য ইমেজ ম্যানিপুলেট করতে হয়েছিল। নুবস টাইপ এডিট করে জমা দিয়েছি। তবু ভাবলাম এইখানে শেয়ার করি
এটা আমি আর আমার একটা ফ্রেন্ড । আমার ছবিটা শরীয়তপুর তোলা। ফ্রেন্ড্রের ছবি যশোরে তোলা। এবং ফ্রেন্ডের একটা হাত কাটা পড়েছিল বলে আরেক ফ্রেন্ডের হাত লাগাতে হয়েছে। ইউল্যাবের ছবিটা নেট থেকে ডাউনলোড করা। মোবাইলে তোলা ছবি। বাজে কোয়ালিটি। আর আমার লাফের ছবিটা মাত্র ৭০ কেবি ছিল তাই রেজুল্যুশনের পার্থক্য স্পস্ট চোখে পড়ে। ২ ঘণ্টার বেশি সময় পাইনি বলে এডীটিং পারফেক্ট হয় নি । রিকোয়ারমেন্ট ছিল বাংলাদেশি জিনিষ ইনক্লূড করতে হবে। তাই আমাদের ইউনিভার্সিটির(ইউল্যাব) সামনে বোমাটা ফাটালাম।
এই ছবিটা উপরের ছবির ফ্রেন্ডটাকে বানিয়ে দিয়েছি। ওর ছবিটা সিলেটে তোলা। বাকিটার কিছু কিছু নেট থেকে নেয়া বাকিটা ফটোসপড।