Re: বানান ভুলের উপকারিতা!
যারা লিখে নাম কামিয়েছেন, প্রত্যেকে খুব সিরিয়াস ছিলেন নিজের ব্যাপারে। আরেকটু ধৈর্য আনতে হবে ভাই। শুধু চিন্তা করে দেখেন নিজের নামের বানানটা কেউ ভুল লিখলে কেমন রাগ লাগে! কোন ব্যাপার না ভাই হয়ে যাবে।
তবু এ হৃদয় বড় উচাটন
কখন আসবে ফাগুন