টপিকঃ একাকিত্বের কোন এক মুহুর্ত........
১। স্বপ্নগুলো ধুসর হয়ে ধরা দেয় যখন আমায় ........তখন চারপাশের সবকিছুই মনে হয় সাদা কালো.....
বিবর্ণ সব......স্বপ্নরা পাখিটির মতই উড়ে উড়ে দুর দুর বহুদুরে চলে যায়.........
২। হঠাৎ পেছন থেকে যদি স্বপ্ন মানুষটি এভাবেই হাত রাখে পরম মমতায়...... ভালবাসার ...... নির্ভরতার স্পর্শ রাখে কাঁধে......... মুহুর্তেই পৃথিবী হয় রঙীন........... পাখিটি রঙ ধারণ করে সব স্বপ্ন নিয়ে আসে উড়ে উড়ে শুধুই আমার জন্য
এই মেঘ এই রোদ্দুর