টপিকঃ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই
আচ্ছা বিভিন্ন প্রাইভেট ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে নূন্যতম কত টাকা লাগে? আর কী কী জিনিসপত্র লাগে? আমার বয়স ১৮ হয়েছে, তবে আইডিকার্ড এখনো পাইনি। আমি কী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারব?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » বিনিয়োগ » ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই
আচ্ছা বিভিন্ন প্রাইভেট ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে নূন্যতম কত টাকা লাগে? আর কী কী জিনিসপত্র লাগে? আমার বয়স ১৮ হয়েছে, তবে আইডিকার্ড এখনো পাইনি। আমি কী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারব?
ওই মিয়া সারাদিন আমার সাথে চ্যাটাও, বললেই তো হত কি কি লাগবে বলে দিতাম
জন্ম নিবন্ধন আর স্টুডেন্ট আইডি থাকলে আর কিছু লাগবে না, নাটোরে বাশ বাংলা নাই, ব্রাকে খুলতে হবে তবে ব্রাকে কিন্তু বছরে একগাদা চার্জ
বাশবাংলা রক্স পুরা ফ্রি
প্রাইম ব্যাংক ও ভালো। আমার একটা একাউন্ট আছে ওখানে।
ডাচে স্টুডেন্ট করা যায়।আপনি ৫০০০ টাকার উপরে রাখলে চার্জ কাটবে।আর একাউন্ট করার সময় ৫০০ টাকা রাখলেই চলবে।১ বছরের জন্য আপনাকে এটিএম কার্ড ফ্রি দিবে।পরে আপনিও জেনারেল ইউজার হয়ে যাবেন।
ডাচে অ্যাকাউন্ট ছিল। ওদের ভাব দেখে বাদ দিছি। তাছাড়া, ডলারের রেট কম দেয়, টাকা আসতে সময় লাগে। স্টেটমেন্টে ডিটেইলস থাকে না। বুথে টাকা থাকে না। নেক্সাস ক্লাসিক দিয়ে অন্য ব্যাংকের বুথ আর পজ টার্মিনালে শপিং করা যায় না। নিজের অ্যাকাউন্টের চেক নিজে অন্য ব্র্যান্ঞ্চে জমা দিলে "অনলাইন চার্জ" কাটে। অন্য ব্র্যান্ঞ্চে টাকা জমা দিতে গেলে চার্জ নেয়, তুলতে গেলে চার্জ নেয়। ইন্টারনেট ব্যাংকিয়ের ২০০ টাকা চার্জ। এইটা কেমন অনলাইন ব্যাংকিং
ব্র্যাক রকস
। ৬৯০ টাকায় রাজকীয় সেবা। ডাচ সহ দেশের সব বুথ, পজ টার্মিনালে অ্যাক্সেস। ঝকঝকে বুথ। ডলারের রেট ভাল, সর্বোচ্চ ৩ দিনে মানিবুকারস থেকে টাকা আসে। ১ লাখ টাকা পর্যন্ত যেকোন ব্র্যান্ঞ্চে জমা-তোলা দুটোই ফ্রী। ফ্রী ইন্টারনেট ব্যাংকিং। ঘরে বসে বছরে ২ টা ডিটেইলড স্টেটমেন্ট। আমি এক অ্যাকাউন্টেই ডিপিএস, ফিক্সড ডিপোজিট আর কারেন্ট অ্যাকাউন্ট চালাই, আলাদা কোন চার্জ লাগে না।
মোট কথা, আপনি যদি সত্যিকারে ব্যাংকিং চান তাহলে ব্র্যাক ইজ দ্য বেস্ট। আর যদি নিজের ব্র্যান্ঞ্চে নিজে টাকা জমা দিয়ে নিজেই বুথ থেকে তুলতে চান তাহলে ডাচই ভাল ।
আমি ইসলামী ব্যাংকে ও ডাচ-বাংলা ব্যাংকে লেনদেন করি, তবে এ দুটোর মাঝে ইসলামী ব্যাংককে আমার সহজ ম্যাধম বলে মনে হয়েছে:
সুবিধা সমূহ:
১. ইচ্ছামত টাকা তোলা বা জমা দেওয়া যায়। (যখন যে পরিমাণ দরকার)
২. যে কোনও ব্রাঞ্জ থেকে তোলা ও জমা দেওয়া যায়।(ফ্রি-নিজের একাউন্টে)
৩. যখন দরকার "স্টেটমেন্ট" চাহিবা মাত্র পাবেন।
৪. মানিবুকার্স থেকে টাকা আসতে মাত্র ৩ দিন লাগে। (ফিক্সড)
৫. কার্ড ব্যবহার করলে ৩৪৫ টাকায় সারা বছর। (অতিরিক্ত চার্জ ছাড়া)
৬. ত্রৈমাসিক লেনদেন ২৫০০০ টাকা বা তার কম হলে কোন সার্ভিস চার্জ নাই। এর বেশী হলে মাত্র ৫০ টাকা।
৭. প্রতি ছয় মাস অন্তর মুনাফা পাবেন।(একাউন্টে থাকা টাকার বিপরীতে)
৮. ইন্টারনেট ব্যাংকিং ও এস.এম.এস ব্যাংকিং বিলকুল ফ্রি।
অসুবিধা সমূহ:
১. ডলারের রেট তুলনামুলক একটু কম।
২. সব জায়গায় বুথ নাই।
<offtopic />পেয়োনীয়ার মাস্টারকার্ড দিয়ে ক্যাশ উইথড্র করা যাবে কোন ব্যাংকের এটিএম থেকে?
আমি ইবিএল এবং ব্র্যাক এটিএম ট্রাই করেছিলাম। ইবিএল তো কার্ড ঢোকানোর সাথে সাথে এরর দেখায়। ব্র্যাকর মেশিন কার্ড এ্যাক্সেপ্ট করে ঠিকই, তবে পিন কোডে এসে আটকে যাচ্ছি। আমার মাস্টারকার্ডের পিন কোড ৩ ডিজিটের, কিন্তু দেশী ব্যাংকগুলোর পিন কোড ৪ ডিজিটের। সাধারণতঃ ৪ ডিজিটের সঠিক কোড টাইপ করলেই অটোমেটিক এ্যাক্সেপ্ট করে ফেলে। কিন্তু মাস্টারকার্ডটাতে এরকম হচ্ছে না - ৩ ডিজিট টাইপ করার পর ইনপুটের জন্য মেশিন বসে থাকছে। আবার পিন কোড টাইপ করে অনেকবার ম্যানুয়ালী "এন্টার" বাটনটা চাপলাম - কিছুই হয় না
এটিএম ছাড়া ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে ক্যাশ আউট করার আর কোনো পন্থা আছে কি?
আমার কাছে ইস্টার্ন ব্যাংক কে বেস্ট মনে হয়। প্রতি লাখে ৩ মাস অন্তর অন্তর ২৫০০ টাকা ইন্টারেস্ট দেয় ।
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » বিনিয়োগ » ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই
০.০৪৮০৪৭০৬৫৭৩৪৮৬৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬০.১৮৪৮৭৩৫০৩৯ টি কোয়েরী চলেছে