ব্লগারে ডোমেইন হস্টের ব্যাপারে খুব বেশি জানি না তাই এই নিয়ে বলছিনা।
সাব ডোমেইন হল কোন ডোমেইনের আন্ডারে আরেকটি ডোমেইন, সিম্পল কথায় বলতে গেলে কোন ডোমেইন হয় একটি ( টপ লেভেল ডোমেইন) যেমন projanmo.com আর এর আন্ডারে সাব ডোমেইন খোলা যায় ইচ্ছা মত। যেমন forum.projanmo.com/ help.projanmo.com/ wiki.projanmo.com ...
এখানে মুল ডোমেইন projanmo.com
কিন্তু যদি এমন দেখেন projanmo.com/forum তবে এটি সাব ডোমেইন নয়। এটি একটি ফোল্ডার মাত্র।
এড সেন্সের ক্ষেত্রে টপ লেভেল ডোমেইন না দিয়ে সাব ডোমেইন এপ্লাই করলে এলাউ হতে পারেন( ব্লগস্পট,ওয়ার্ডপ্রেস অথবা হাব পেইজ ) কিন্তু কেনা ডোমেইন এর সাব ডোমেইন দিয়ে এপ্লাই করা যাবে না । আর এড সেন্স পেয়ে গেলে সেটা ইচ্ছা মত সব পেইজ এ ইউজ করতে পারবেন, সেটা সাব ডোমেইন হোক কিংবা টপ লেভেল এ হোক।
ব্লগারে ডোমেইন হস্টের আদ্যোপান্ত কেউ জানান প্লিজ, আমিও জানতে চাই।
মুইছা দিলাম। আমি ভীত !!!