টপিকঃ গেইমস খেলতে পারছিনা (সাহায্য চাই)
আমি অনেক কষ্টে The Dark Knight Rises গেইমটা ডাউনলোড করলাম কিন্তু কীভাবে যে ওপেন করে খেলতে হয় সেটা জানিনা...মানে যেখানে থাকে গেইমস ডাউনলোড করেছি সেখানে লিখা ছিল আমি The Dark Knight Rises.apk ইন্সটল দিয়ে যেই OBB ফাইল আছে সেইটা android-data এর ভিতর কপি করে দিতে হবে কিন্তু আমার মেমরি কার্ডে এমন কোন ফল্ডার হয় নাই তাই আমি ফোন মেমরিতে চেষ্টা করলাম ফোন মেমরিতে গেইমসটা দিয়ে ইন্সটল দিয়ে android-data এর ভিতর com.gameloft.android.ANMP.GloftKRHM এই ফোল্ডার ধরে দিয়ে দিলাম তারপর গেইম ওপেন করতে যে গেলাম আর দেখি বলে নয়তো ওয়াইফাই আর নয়তো ডাটা ডাউনলোড করা লাগবে...এখন কি করি বলুন তো এমন যে কয়টা OBB ফোল্ডার করা গেইমস আছে একটাও চলে না শুধু গেইমস ওপেন করলে বলে ডাউনলোড করতে...একটা উপায় কেউ দিন না প্লিজ...আমি অন্যের মোবাইলে ট্রাই করেছি তাও একই লেখা আসে...আবার ভাইস সিটির সিডি কিনে এই একই সমস্যা হয়েছিল সাহায্য চাই