টপিকঃ লিনাক্স মিন্ট ১৫ (অলিভিয়া)'র প্রকাশনা উদযাপন - ১লা জুন, পরীবাগ, ঢাকা
প্রিয় সূধী
জিএনইউ/লিনাক্স ডিস্ট্রোগুলোর মধ্যে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় "লিনাক্স মিন্ট"। বিগত ২৯শে মে ২০১৩ইং বুধবার দিবাগত রাতে লিনাক্স মিন্ট এর সাম্প্রতিকতম সংস্করণ ১৫, "অলিভিয়া" সাংকেতিক নামে প্রকাশিত হয়েছে। লিনাক্স মিন্ট এর প্রতিটি সংস্করণ প্রকাশিত হবার পরপরই বিশ্বের প্রায় প্রতিটি মিন্ট লোকো (লোকো == লোকাল কমিউনিটি == দেশীয়/স্থানীয় ব্যবহারকারী, মানোন্নয়কারী, অনুবাদক) লিনাক্স মিন্টের এই প্রকাশনাকে বিভিন্ন রকমের আনন্দ আয়োজনের মাধ্যমে উদযাপন করে থাকে। যার নামকরণ করা হয় -- "লিনাক্স মিন্ট রিলিজ পার্টি" শিরোনামে।
এটি একটি বৈশ্বিক আয়োজন বা গ্লোবাল ইভেন্ট অর্থাৎ এটি সারা বিশ্বেই পালিত হয়ে থাকে। এবারের এই নতুন সংস্করণটি প্রকাশিত হবার পর আমরাও বিশ্ববাসীর সাথে এই আনন্দ আয়োজন উদযাপনের আকাঙ্খা ব্যক্ত করছি।
ইনশাল্লাহ আগামী ১লা জুন ২০১৩ইং, শনিবার আমরা বাংলাদেশের লিনাক্স মিন্ট প্রেমীরাও, "লিনাক্স মিন্ট ১৫, অলিভিয়া" এর প্রকাশনা উদযাপন করবো।
আয়োজনস্থলঃ ঢাকার পরীবাগের ১/ই/১ তে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে
আয়োজন সূচীঃ
# লিনাক্স মিন্ট কী এবং কেন
# লিনাক্স মিন্ট ব্যবহারকারীদের নির্ভেজাল আড্ডা ও অভিজ্ঞতার গল্প
# লিনাক্স মিন্ট ১৫ এর নতুন বৈশিষ্ট্যগুলো নিয়ে মিনিট পাঁচেকের একটি চলচ্চিত্র প্রদর্শনী
# কেক কেটে লিনাক্স মিন্ট'র নতুন প্রকাশনা উদযাপন
# লিনাক্স মিন্ট ১৫ "অলিভিয়া"র আইএসও পেনড্রাইভে/ডিভিডি তে সংগ্রহের ব্যবস্থা
আগ্রহীদেরকে http://goo.gl/hXGfW লিংক থেকে প্রাপ্ত ফর্মে তথ্য দিয়ে অংশগ্রহন নিশ্চিত করতে অনুরোধ করছি।
পরিবহন এবং পার্কিং তথ্য সহ: https://plus.google.com/105841257384935468025/about