টপিকঃ পোর্টেবল হার্ডডিস্ক এ ওএস জনিত সমস্যা

আমার ট্রান্সসেন্ড পোর্টেবল হার্ডডিস্ক আছে ২৫০ জিবি। এটা সব ওএস এ সাপোর্ট করছে কিন্তু আমার ম্যাকে শো করছে না। ম্যাকে TUXERA NTFS দেওয়া আছে......  কথা হল এটা না দেওয়া থাকলেও ১০.৮ এ কিন্তু এন্টিএফএস ড্রাইভ দেখানোর কথা এডিট কিংবা ডিলিট করা না গেলেও বিল্ট ইন ভাবে শো করবে ও রিড করবে ......
আমি ভার্চুয়াল মেশিনে লিনাক্স ( সুশে, পাপ্পি, মিন্ট ) উইন্ডোজ সেভেন, এইট দিয়েছি এবং সব গুলতেই এই হাড্ডি পেয়েছে রিড রাইট, রাইট করেছি সমস্যা হয় নি কিন্তু ম্যাকে কিছুতেই পাচ্ছে না
আমি রিস্টার্ট দিয়েছি NTFS 3G সফট দিয়েও ট্রাই করেছি কোন লাভ হয় নি sad sad

সাথে আরেকটা প্রশ্ন আমি এই হাড্ডির স্মার্ট রেটিং বা স্ট্যাটাস বের করতে পারছিনা ম্যাক থেকে
অর্থাৎ ম্যাক থেকে পোর্টেবল এন্টিএফএস ড্রাইভের স্মার্ট স্ট্যাটাস বের করা যায় না ( যায় কিন্তু অনেক কমান্ড লাইনের ঝামেলা এবং গিঠাব থেকে কম্পাইল সম্ভব হচ্ছে না )
তাই আমি কি ভার্চুয়াল জানালা থেকে এর স্ট্যাটাস বের করতে পারব??  এজন্য কোন সফট ভালো হবে??

অগ্রিম ধন্যবাদ

Re: পোর্টেবল হার্ডডিস্ক এ ওএস জনিত সমস্যা