টপিকঃ প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল
কিছু বিকৃত মস্তিষ্কের জন্য এই কাজ করতে হল।
সদস্য রেজিস্ট্রেশনে ২ স্টেপ ভেরিফিকেশন চালু করা জরুরী হয়ে গেছে। প্রত্যেক সদস্যের একাউন্ট এক্টিভেট করতে মোবাইল নম্বর লাগবে, এবং সেটাতে ভেরিফিকেশন কোড যাবে (মোবাইলেই টাকা কাটবে) .... ... এই মোবাইল নম্বর প্রজন্মের ডেটাবেসে সংরক্ষিত থাকবে, এবং সেই অ্যাকাউন্ট থেকে অশ্লীলতা বা রাষ্ট্রবিরোধী কিছু পোস্ট হলে সেই মোবাইল নম্বর RAB কে দেয়া যাবে।
মুশকিল হবে বৈদেশিক অ্যাকাউন্টগুলো নিয়ে। এটার জন্যও সমাধান দরকার (ইতিমধ্যেই জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশনের এই সিস্টেম আছে)। তবে মোবাইলে ভেরিফিকেশন হলে অনেক সমস্যাই আর হবে না -- আমরাও একই নম্বর দিয়ে একাধিক অ্যাকাউন্ট এক্টিভেট করা হলে সেটার ট্র্যাক রাখতে পারবো -- একই মোবাইল নম্বর দিয়ে এক্টিভেট করা একাউন্টগুলো পরষ্পরকে রেপুটেশন, ভোটাভুটি ম্যানুপুলেশন যাতে না করতে পারে সেই সিস্টেম বিল্ট ইন করা হয়তো অসম্ভব নয়।
মোবাইলের দোকান থেকে ফোন করে হুমকী দিলে সেই সূত্র ধরে আইন রক্ষাকারী বাহিনী ঠিকই লোক খুঁজে বের করে। তেমনি, মোবাইলের দোকান থেকে রেজি: করলে সেটাও একই পদ্ধতিতে যাবে। আর সাময়িক চুলকানীর জন্য কেউ দোকানে দৌড়াতে দৌড়াতে চুলকানী কমে যাবে -- এখনকার মত ইচ্ছা হইলো আর দিলাম আবর্জনা -- এরকম করা কঠিন হবে।
টেকনিক্যাল টীম -- প্লিজ মোবাইল ভেরিফিকেশন নিয়ে সিরিয়াসলি চিন্তাভাবনা করুন। এটা ভবিষ্যতে আরো অনেক ফোরামেই দরকার হবে। অশ্লীলতা, পাইরেসী, রাষ্ট্রদ্রোহীতা ইত্যাদি ইচ্ছামত ছড়াতে পারে না।