টপিকঃ প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

কিছু বিকৃত মস্তিষ্কের জন্য এই কাজ করতে হল।  sad

সদস্য রেজিস্ট্রেশনে ২ স্টেপ ভেরিফিকেশন চালু করা জরুরী হয়ে গেছে। প্রত্যেক সদস্যের একাউন্ট এক্টিভেট করতে মোবাইল নম্বর লাগবে, এবং সেটাতে ভেরিফিকেশন কোড যাবে (মোবাইলেই টাকা কাটবে) .... ... এই মোবাইল নম্বর প্রজন্মের ডেটাবেসে সংরক্ষিত থাকবে, এবং সেই অ্যাকাউন্ট থেকে অশ্লীলতা বা রাষ্ট্রবিরোধী কিছু পোস্ট হলে সেই মোবাইল নম্বর RAB কে দেয়া যাবে।

মুশকিল হবে বৈদেশিক অ্যাকাউন্টগুলো নিয়ে। এটার জন্যও সমাধান দরকার (ইতিমধ্যেই জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশনের এই সিস্টেম আছে)। তবে মোবাইলে ভেরিফিকেশন হলে অনেক সমস্যাই আর হবে না -- আমরাও একই নম্বর দিয়ে একাধিক অ্যাকাউন্ট এক্টিভেট করা হলে সেটার ট্র্যাক রাখতে পারবো -- একই মোবাইল নম্বর দিয়ে এক্টিভেট করা একাউন্টগুলো পরষ্পরকে রেপুটেশন, ভোটাভুটি ম্যানুপুলেশন যাতে না করতে পারে সেই সিস্টেম বিল্ট ইন করা হয়তো অসম্ভব নয়।

ম‌োবাইলের দোকান থেকে ফোন করে হুমকী দিলে সেই সূত্র ধরে আইন রক্ষাকারী বাহিনী ঠিকই লোক খুঁজে বের করে। তেমনি, মোবাইলের দোকান থেকে রেজি: করলে সেটাও একই পদ্ধতিতে যাবে। আর সাময়িক চুলকানীর জন্য কেউ দোকানে দৌড়াতে দৌড়াতে চুলকানী কমে যাবে -- এখনকার মত ইচ্ছা হইলো আর দিলাম আবর্জনা -- এরকম করা কঠিন হবে।

টেকনিক্যাল টীম -- প্লিজ মোবাইল ভেরিফিকেশন নিয়ে সিরিয়াসলি চিন্তাভাবনা করুন। এটা ভবিষ্যতে আরো অনেক ফোরামেই দরকার হবে। অশ্লীলতা, পাইরেসী, রাষ্ট্রদ্রোহীতা ইত্যাদি ইচ্ছামত ছড়াতে পারে না।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

সময়োপযোগী স্বিদ্ধান্ত। অতিথি পোস্ট থাকলে ভাল, কিন্তুতা ভাল'র চে' খারাপটাই বেশি করছে। আর মোবাইল ভেরিফিকেশন বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে।

লেখাটি CC by-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

ভেরিফিকেশন সিস্টেম নিয়ে আমি আগে একটা প্রস্তাব দিয়েছিলাম, ব্যাপারটা এরকম, যে রেজিস্টার করবে সে তার ফোন থেকে প্রজন্মের সিলেক্ট করা নম্বরে নির্দিষ্ট ফরমেটে এসএমএস করবে, এতে করে প্রজন্মের খরচ হবে না, সেদিন ফেসবুকে একটা এড দেখলাম বাল্ক এসএমএস ৭০ পয়সা/প্রতিটি থেকে শুরু। বড় প্যাকেজ নিলে আরো কমে আসবে খরচ। নিজস্ব ব্রান্ডিং ইউজ করতে দিবে।

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

@শাহো , মডেম কে লাগিয়ে বসে থাকবে সেটার জন্য আপনার প্রস্তাব বাতিল , তবে তারেক ভাইএর মোবাইল ভ্যারিফিকেশন এর একটা প্লাগিন টাইপ কিছু দেখছিলাম। ওটা ট্রাই মারা যেতে পারে

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

সর্বশেষ সম্পাদনা করেছেন ক্লান্ত পথিক (১৭-০৮-২০১৩ ১৮:১৪)

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

@শামীম
ভাই টাকা কাটবে কেন ফোন থেকে?   আর মানুষ এখন বোকা নেই তারা নাম্বার রেজিস্ট্রেশন করে সিম কেনে না তাহলে RAB কে নাম্বার দিলে RAB নাম্বার নিয়ে কি করবে। মানে আমি বলতে চাচ্ছি এমন ব্যাবস্থা নেন রেজিস্ট্রেশন করা নাম্বার না হলে ভেরিফাই করা যাবে না thumbs_up এই সুবিধা কবে থেকে চালু হবে?

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

সময় উপযোগী সিদ্ধান্ত। আমার ব্যাক্তিগত মত, এই বিভাগটির আসলে তেমন কোন প্রয়োজন ছিল না। কামের চেয়ে অকামই হইতো বেশি। কারো আইডির সমস্যা হলে সে সরাসরি ফেসবুকে বা অন্য কোন মাধ্যমে যোগাযোগ করতে পারে। তবে একটা বিষয় রাখতে পারেন ফোরামে। এরকম কোন বিভাগ বা কোন ম্যাসেজ অপশন রাখলেন যেটাতে ভিজিটর লগইন না করেই তাদের সমস্যা পোস্ট করতে পারবে। দেখবে শুধু মোডারেটররা। যদি ম্যাসেজ অপশন হয় তবে এটা সরাসরি মোডারেটরদের কাছে চলে যাবে আর যদি বিভাগ হয় তবে ঐবিভাগ শুধু মোডারেটর দেখতে পারবে। বিভাগটি  জনসন্মুখে আসবে অনেকটা মোডারেটর প্যানেল এর মত।

রাজিব আহসান'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১০

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

১১ সর্বশেষ সম্পাদনা করেছেন mizvibappa (১৮-০৮-২০১৩ ০১:১২)

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

১৩

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

প্রথমত, ফোরামের সমস্যার জন্য ফেসবুকে গিয়ে সমাধান খুঁজতে হবে কেন ? ফোরাম নিজেই যদি সেটা দিতে ব্যার্থ হয় তাহলে ফোরামের স্বার্থকতা কই ? বরং ফোরাম রেখে ফোরামের নামে গ্রুপ খুলে কাজকর্ম ফেসবুকে করাটাই কি অযৌক্তিক দেখায় না ? ফোরাম ফল করার বিষয়গুলো খেয়াল করে দেখা শুরু করুন, আনঅফিশিয়াল গ্রুপটি থাকায় ফোরাম অনেকাংশেই ম্রিয়মান হয়ে গেছে। কারন ফেসবুকে সবাই কমবেশী থাকছেই, কাজেই ফোরামে আল্টিমেটলি না এসেও ফোরামের লোকজনকে পেয়ে যাচ্ছেন।  (ব্যাক্তিগত মতামত, কাউকে আঘাত করার উদ্দেশ্যে নয়)


দ্বিতীয়ত, টু স্টেপ ভেরিফিকেশন চালু করার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে মনিটরিং করা এবং সেটার খরচ বহন করা। বাল্ক মেসেজ কিনলেও সেটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর রিনিউ করতে হবে। তাছাড়া সচারাচর ফোরামে এমন জিনিস দেখা যায় না।
জিমেইল বা লাইভমেইলে টুস্টেপ ভেরিফিকেশন অনেক গুরুত্বপূর্ণ কারন আপনার অনেক গুরুত্বপূর্ন দলিল, কাজ কর্মের লিস্টি সেখানে থাকে। যেখানে গুগোল একই আইডি দিয়ে মাল্টিপল সার্ভিস দেয় এমন ক্ষেত্রে টু স্টেপ ভেরিফিকেশন খুবই অত্যাবশ্যক এবং কাজের জিনিস। কিন্তু ফোরামে এটা করতে যাওয়া খাজনার থেকে বাজনা বেশী হয়ে যাবে বলেই মনে হয়।

আর যদি মডারেটরদের খাটতেই হয় আল্টিমেটলি, তাহলে আমি পোষ্ট মডারেশনের পক্ষপাতী। নতুন সদস্যদের প্রথম ৩০-৫০টি পোষ্টের প্রত্যেকটি মডারেশনের মধ্যে দিয়ে যাবে। তারপর তারা ফ্রী ভাবে পোস্ট করার ক্ষমতা পাবে। যাদের আসলেই "কোয়ালিটি" সম্পন্ন ফোরাম পরিবেশ দরকার, যাদের আসলেই প্রজন্মে থাকার ইচ্ছে তারা এতটুকু সহ্য করতেই পারবেন। 

রেজিস্ট্রেশন মডারেশন করার বড় সমস্যা হচ্ছে, এপ্রুভ করার পরেই যদি হুট করে অঘটন বসিয়ে দেয় তাহলে কি হবে ? অথবা এমন কোন পোষ্ট দিলো যেটা আসলে অতটা সিরিয়াস না কিন্তু ফোরামের সাথেও যায় না। তখন ওই লোকের ব্যানই হয়ত যথেষ্ট শাস্তি, ওই লোকের সিম নাম্বার জেনে কি হবে ? আর RAB কেই কি কমপ্লেন দিবেন ?
রেজিস্ট্রেশন মডারেশন করে তেমন কোন লাভই হবে না আল্টিমেটলি। অন্তত আমার সেটাই মনে হচ্ছে।

সর্বশেষ কথা হচ্ছে, কাপড় বুঝে জামা বানান। বেশী করতে হলে শেষে বিপত্তি।

১৪

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

মিনহাজুল হক শাওন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (১৮-০৮-২০১৩ ০২:৩৪)

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

RAB কে কমপ্লেইন দেয়ার ব্যাপার আর সিমের সাথে মাল্টি নিকে পর্ণ পোস্ট করার সম্পর্ক দেখতে পারা উচিত।

একজন অপরাধী এখন ইচ্ছা করলেই এই মুহুর্তে আরেকটা কিংবা আরেক ডজন ইমেইল এবং ফোরাম একাউন্ট খুলে বাঁদরামী করতে পারে। একের পর এক ইমেইল সহ একাউন্ট ডিজেবল করলে কী যায় আসে -- আরেকটা খোলা কয়েক ক্লিকেরই তো মামলা।
কিন্তু এক ডজন সিমের দাম কত? -- বিটলামীর আগ্রহটা কি আগের মত থাকবে?
ঠিক আছে, বাবা'র ম্যালা টাকা -- বিকৃত রুচির পেছনে খরচ করলো; কিন্তু ফোরাম থেকে সমাজের স্বার্থে অবশেষে (প্রমাণ সহ RABকে করাটা শেষ উপায়) অভিযোগ করা হলে সেটার ভয় কি তাকে নিরুৎসাহিত করবে না?

আসলেই এই ধরণের ভেরিফিকেশন ট্রলিং কমাবে কি না? -- এর উত্তর নিশ্চিতভাবে হ্যাঁ হলে তারপর পরের স্টেপ।

খরচ কত?
ফোরাম হোস্টিংতো ফ্রী না। কেউ না কেউ তো এটা চালাচ্ছে ... ...

ফোরামে এক্টিভ মেম্বার কতজন? ৫০? ৫০০? আমি প্রথম ৫০০ জনকে বাল্ক মেসেজ পাঠানোর খরচ দিবো (এটাতে ৫০০ টাকার বেশি খরচ হওয়ার কথা না)। বছরে কয় জনকে এমন একাউন্ট ভেরিফিকেশনের জন্য নোটিশ পাঠানো লাগতে পারে? অ্যাকাউন্টের জন্য একজন একটা সীম কিনতে পারলে তার বিপরীতে এজন্য ১ টাকা খরচ করে আমি কোড পাঠাতে রাজি আছি। এই ফোরামে আমার অনেক সময় ব্যয় হয়, এটাকে পরিচ্ছন্ন রাখতে একটু সাবান, ন্যাকড়া কিনে দিতে পারবো না?  wink

ব্রেইন স্টর্মিং করে আরো অনেক উপায় চলে আসতে পারে। কিন্তু তার আগে এটার জাস্টিফিকেশন আছে কি না সেই বিষয়ে ঐক্যমত প্রয়োজন। তারপর টেকনিক্যাল বিষয়গুলো আসবে। খরচ বেশি মনে হলে সেটার জন্য সদস্যের মোবাইল থেকে কোড sms করার ব্যাপার উল্টা করে দেয়া যেতে পারে। তবে এটাতে সমস্যা হল: কিছু কিছু সাইট থেকে নাম্বার মাস্কিং করে sms করা যায়। তবে সেগুলোও সর্বদা ফ্রী থাকে না, কারণ smsটাকে মোবাইল নেটওয়র্ক ব্যবহার করতে হবেই -- ফলে কেউ না কেউ সেটার জন্য পে করছেই।

এখানে আরো কিছু সমস্যা হতে পারে। যেমন আমি ১০০ বন্ধুর ফোন নম্বর ব্যবহার করে ১০০ টা অ্যাকাউন্ট খুললাম। উদ্দেশ্য ফোরামের ১০০ টাকা খসানো। ফোরামের ইঞ্জিন ১০০টা sms পাঠিয়ে দিলো। ভেরিফাই হলো না, একাউন্টও এপ্রুভ হলো না -- কিন্তু ফোরামের টাকা খসানো গেল। -- এরকম বাঁদরামী হতেই পারে। এটাকে চেক দেয়ার উপায়ও হয়তো আছে - পে-ফর মি টাইপের সার্ভিস ব্যবহার করা যায় এক্ষেত্রে। ইত্যাদি।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

hit like thunder and disappear like smoke

১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন তৌফিক ইমাম (১৮-০৮-২০১৩ ০৬:১৭)

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৮

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

এক কাজ করুন ফোরামে যত গুলো সদস্য আছে সে গুলোই থাক আর দরকার নেই tongue_smile

১৯

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

মোবাইলেই টাকা কাটবে মানে বুঝলাম না । কেউ বুঝলে আমাকে একটু বলবেন plz

২০

Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল

সরকার বদলের সাথে সাথে 'রাষ্ট্রদ্রোহীতার' সংগাও বদলায়। এই বিডিতে সরকারের সমালোচনাই অনেক ক্ষেত্রে হয়ে যায় রাষ্ট্রদ্রোহীতা। সুতরাং মোবাইল ভেরিফিকশনের বিপক্ষে আমি। শুধু নতুন ফোরামিকদের প্রথম 50 টি পোষ্ট মডারেশনের প্রস্তাব করছি।