Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার
NSA কী, প্রিজম (জুলিয়ান অ্যাসাঞ্জ) সব বিবিধ কারণে মাইক্রোসফটকে বিরাট ভয় পাই ..
এই কারনে যদি ভয় পেয়ে থাকেন, তাহলে মনে হয় গুগোলকে আরো বেশী ভয় পাওয়া উচিত।
এ্যাপ ইন্সটল করার সময়, হ্যান কিছু নাই যে এক্সেস চায় না, নেটওয়ার্ক একসেস চাবে, কন্টাক্ট একসেস চাবে, ইনফরমেশন একসেস চাবে, এবং গুগোল শান্তশিষ্টভাবে মনিটর করে আপনার প্রেফারেন্সের জিনিসগুলো ডিসপ্লে করতে থাকবে, আর আপনি ভাববেন, আহা! মধু!!!
আমি প্রায় সপ্তাতখানেক ধরে নেটের বিভিন্ন রেফারেন্স ঘাটছি, সেখানে স্মার্টওএস গুলো নিয়ে মোটামুটি ভালই ঘাটা হয়েছে, ইউটিউবে ভিডিও দেখে ব্যান্ডউইডথ শেষ করার কারনে ১০০টাকা গচ্চা দিতে হচ্ছে বাড়তি।
যাইহোক, ইউজারদের কথা হচ্ছে, সিকিউর ওএস চাইলে উইন্ডোজ ফোন বেটার, অতিরিক্ত ফ্রীডম চাইলে এন্ড্রয়েড।
এ্যাপলের আইফোন দোলাচালে আছে এখন, তাদের প্রিমিয়াম স্ট্যাটাস থেকেও সরে আসতে হচ্ছে এখন, কানাঘুষো শুনা যাচ্ছে সেপ্টেম্বরে প্লাস্টিকমেড বাজেট আইফোন আনতে যাচ্ছে তারা।
ব্যাপার হচ্ছে, স্মার্টফোন আপনি ইউজ করবেন আসলে প্রথম কয়েকমাস, তারপর এইটা ক্যামেরা হিসেবে ইউজ হবে আর অর্গানাইজার-মেইল চেক এইসবেই বেশী। আর কোয়েট্রী কীবোর্ডের কারনে বেসিক ফোনে ফিরতেও কষ্ট লাগবে (আমার আজকাল খবর হয়ে চায় নোকিয়ার বেসিক ফোন চালাতে গিয়ে, তখনই মনে হয়, স্মার্ট ডায়াল থাকলে কত্ত সহজে কন্টাক্ট খুজে পাইতাম, সব একজায়গায় তাও।)
যাইহোক, ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন মোটামুটি লংটার্ম, কাজেই যে ডিভাইস কিনেন সেটা LTS সাপোর্টেড ( ) ডিভাইস কিনা স্টাডি করে নিয়েন। কারন কিনলেন Android 4.2 পাওয়ারড ডিভাইস, দুইদিন পর 5 রিলিজ দিয়ে বলবে আপনার ডিভাইসে সে আপডেট দিবে না, তখন বিপদ, আস্তে আস্তে এ্যাপ্লিকেশনগুলো 5 এর দিকে ঝুকতে থাকবে, আপনি প্রায় পরিত্যাক্ত হয়ে পড়বেন, নাহয় পুরান ভার্সনের এ্যাপ চালাতে হবে।
ড্রয়েড কিনলে তাই স্টাডি একটু বেশী করতে পারেন, কমিনিউনিটি সাপোর্ট কতখানি আছে ( আমার গ্যালাক্সী এইসের কমিউনিটি পুরা একটিভ এখনো, 4.2.2 মড বের করে ফেলেছে কয়দিন আগে, চালিয়েছিলাম, বেশ স্মুথ!!, ভেন্ডর সাপোর্ট কেমন, রেগুলার আপডেট দিতে রাজি কিনা হ্যান ত্যান মেলা কিছু। বাংলাদেশে এই দিক দিয়ে স্যামসাং এগিয়ে বেশী, নেক্সাস খোদ গুগোল সামলায়, রিসেন্টলি তারা প্রমিস করেছে যে রেগুলার এবং দ্রুতই আপডেট প্রোভাইড করবে তাদের প্লে এডিশনের জন্য।
আর একটা কথা, যে স্মার্টফোনই কিনেন না ক্যানো, ব্যাটারী ব্যাকআপ ২৪ঘন্টা এভারেজ ধরে নিন। কিছু এক্সেপশনাল সেট বাদে সবগুলাই সেইম অবস্থা।