টপিকঃ IDM এর সাহায্য চাই ফাইল করাপশন এসে নতুন করে ডাউনলোড হচ্ছে।
আমার প্রায় ফাইল এমন করে ডাউনলোডের শেষের দিকে এসে করাপশন হয়ে আর আর ডাউনলোড হচ্ছে না যখন এই লেখা তখন আর ডাউনলোড হয় না ও এরর আসে।
এই ছবিটি দেখুন আর মাত্র ৫ সেকেন্ড এর জন্য ডাউনলোড না হয়ে এরর আসলো।
আর কিসের জন্য করাপশন আসে সেটা জানার জন্য Yes দিলে এই http://www.internetdownloadmanager.com/ … ption.html সাইটে প্রবেশ করায়। কেউ আমাকে এর সমাধান দিন প্লিজ এভাবে আমার অনেক MB লস গেছে।
আর আজকে আমাদের এখানে বিদ্যুৎ ছিল না তাই মোবাইলে থেকে ভাবলাম bhootfm ডাউনলোড করি কিন্তু fusionbd.com থেকে কিছুতেই ডাউনলোড করতে পারলাম না মানে কিছু Mb ডাউনলোড হওয়ার পরে আবার প্রথম থেকে ডাউনলোড হচ্ছিল এভাবে অনেক চেষ্টা করেও ডাউনলোড করতে পারলামা তারপর অন্য সাইট ধরতে হল। এইটা আবার কী প্রবলেম?
আর আমি রবির পোস্টপেইড সিমে ইন্টারনেট ব্যাবহার করি।