২১ ১৪-০৭-২০১৩ ২২:৫৩ সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (১৪-০৭-২০১৩ ২২:৫৪)
Re: বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম
সিলেটে এখনো নাগরী বর্ণমালা শিখানো হয়। একটি প্রতিষ্ঠান আছে যারা নাগরী বর্ণমালা শিখায়। প্রতি বছর বই মেলায় এই প্রতিষ্ঠানের একটি স্টল থাকে।
আমিও এটা বলতে চেয়েছিলাম।
সিলেটে এ সংক্রান্ত বই পুস্তক মোটামুটি সুলভ। আর সিলেটিরা এই ভাষা নিয়ে বেশ গর্বিতও বটে। মনে হয় না এটা এত তাড়াতাড়ি বিলুপ্ত হবে।
ব্লগ: shiplu.mokadd.im
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।
Re: বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম
আপনারা কত কিছু জানেন , একএকটা বস , তাই ভয় হয় কিছু আলোচনা করতে । অনেক নতুন নতুন তথ্য জানলাম । আনাদেকলকে অনেক অনে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
Re: বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম
আপনারা কত কিছু জানেন , একএকটা বস , তাই ভয় হয় কিছু আলোচনা করতে । অনেক নতুন নতুন তথ্য জানলাম । আনাদেকলকে অনেক অনে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
আপনি তো বসের ও বস ! আপনার কাছে সবাই নস্যি !!
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!
Re: বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম
আপনি তো বসের ও বস ! আপনার কাছে সবাই নস্যি !!জামিল মণ্ডল
মণ্ডল ভাই খালি খোঁচা মারেন কেন ভাই ...।। যাই লিখি তাই কি এতই খারাপ লাগে । এমন অপমান করেন । কবিতা লিখি যখন মন ভাল থাকেএকটু চিন্তা করতে সময় পায় । আর শে কবিতার জন্য এমন বাঁশ মারেন । আপনার পশংসা পেলাম না ভাই । খালি বাঁশ পেলাম ...। হা হহা তাতেই খুশি ভাই । আপনি ভুল গুলি ধরিয়ে দেন। হা হা হা
Re: বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম
আপনি তো বসের ও বস ! আপনার কাছে সবাই নস্যি !!জামিল মণ্ডল
মণ্ডল ভাই খালি খোঁচা মারেন কেন ভাই ...।। যাই লিখি তাই কি এতই খারাপ লাগে । এমন অপমান করেন । কবিতা লিখি যখন মন ভাল থাকেএকটু চিন্তা করতে সময় পায় । আর শে কবিতার জন্য এমন বাঁশ মারেন । আপনার পশংসা পেলাম না ভাই । খালি বাঁশ পেলাম ...। হা হহা তাতেই খুশি ভাই । আপনি ভুল গুলি ধরিয়ে দেন। হা হা হা
![]()
হা হা হা হা বড়ই মজা
হাসাইলেন গো ভাবুক ভাই ,
কঞ্চিটাকেই বাঁশ ভেবেছেন
এ লজ্জাটা কই লুকাই !!
মারছি খোঁচা ? ঠিক বলেছেন ,
এটাই তো ভাই কঞ্চি-কাজ
বাঁশ দিলে তো গুঁতো খেতেন
ছিঃ ছিঃ আমার নেই কি লাজ (!)
কইছি কখন খারাপ লাগে
লেখেন যেটা আপনি যা ?
আপত্তি টা একটু শুধু
"রয়ে সয়ে" এইতো , আহ্ !
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!
Re: বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম
জামিল মণ্ডল ভাই আর বাঁশ
বাঁশ তো ভাই দিতেই হবে
চর্চা না রাখলে সমস্যা হবে
যে জেমনে পায় দেয় বাঁশ
অন্যকে।
এটায় যেন চর্চা হয়
ভুত ভবিষ্যৎ করতে হয়।
এই না হলে চিনবে কেমনে
আমরা বাঙ্গালি বাঁশ দেয়।
জামিল মণ্ডল অফ অথবা অন টপিকঃ
@ভাই গোলমেলে আকাশ , আপনার টপিকগুলা কি আত্মসন্তুষ্টির জন্য নাকি পাঠকের ? নিজের জন্য হলে পান চিবোতে চিবোতে চিত হয়ে বিছানায় শুয়ে নিজেই পড়তে থাকুন আর বিনোদিত হউন , কোনও সমস্যা নাই ! আর ফোরামের পাঠকের জন্য যদি এগুলো রচনা করে থাকেন তাহলে একটু রয়েসয়ে পোস্ট করুন । আপনার এতো টপিক প্রতিদিন পোস্ট হয় যে পড়া তো দুরের কথা গুনতেই জান কাহিল ! ভাই , আপ্নের বিখ্যাত **বুক মগজের দিব্বি, কিঞ্চিৎ রয়ে সয়ে !!
..................আর যদি পরানে না মানে , আপনার ভাবনাপ্লুত হৃদয়-নিঃসৃত মহাকাব্য-ফল্গুধারা যদি ফোরাম-প্রনয়াসক্ত হয়ে আত্মহত্যা-উদ্যত হয় ; তাইলে ..................
যাহা কিছু আছে সম্বল
থালা বাটি ঘটি কম্বল
তিতা মিঠা ঝাল অম্বল
ভরো দেখি ছালাতে ,
লুঙ্গিটা করো রশি
ছালা-মুখ বাঁধো কষি'
মারো সিল ঘষে মসী
দিও নাকো পালাতে !!
অতঃপর কোনও এক শুভ মুহূর্তে তা পোস্ট করুন ! আমরা এক টপিকেই সমস্ত পড়ে নিব !!
Re: বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম
বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম
(দয়া করে পড়বেন এবং মন্তব্য করবেন)আমাদের দেশে আটকে পড়া পাকিস্তানিদের বলা হয় বিহারি। বর্তমানে এরা কেও কেও আমাদের বাঙ্গালী মেয়েদের বিয়ে করে মুল স্রোতের সঙ্গে মিলে গেলেও এরা ইহুদীদের মত একটা জিনিস ছাড়তে পারেনি। এই দেশে বসবাস করে এই দেশে বেড়ে উঠে এরা, এদেশের ভোটার হয়ে একটা যায়গায় এরা আমাদের সাথে বিশ্বাস ঘাতকতা করে চলেছে। ঠিক ১৯৫২ সালের আগে পাকিস্তানি শাসক গোষ্ঠী যেমন করেছিল উর্দুকে আমাদের উপর চাপিয়ে দিয়ে।
ইহুদীরা মায়ের দিক হতে বংশ গণনা করে এবং ইহুদী মার গর্ভে জন্ম না নিলে সে ইহুদী হতে পারে না। তেমনি এরা যে দেশে বসবাস করুক আর ইহুদী মেয়ের যার সঙ্গেই বিয়ে হক তার সন্তান হবে ইহুদী এবং তারা তাদের বাধ্যতামূলক ভাবে সন্তান দের শিক্ষা দেবে হিব্রু।
এই ইহুদীদের মত বাংলাদেশে বসবাসরত বিহারিদের প্রজন্ম হতে এই প্রজন্মের সকলকে বাধ্যতামূলক ভাবে শিক্ষা দেওয়া হয় উর্দু। আর নিজেদের গোষ্ঠীর লোকদের সঙ্গে কথা বলতে তারা ১০০% উর্দুতে কথা বলবে।
তাদের বাংলা শুনলে মনে হবে কোন ইংরেজ বা বিদেশী প্রথম বাংলা শিখে বাংলায় কথা বলছে। বাংলাকে তারা এমন বিদঘুটে ভাবে উচ্চারণ করে। এদের কাছ হতে বাংলা শুনলে নিজেকে আর সামলে রাখা যায় না। গাল দিতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে বাংলাদেশে বসবাস করে, এই দেশের মাটিতে আয় উপার্জন করে, এদেশের মাটির গন্ধ নিয়ে তোমারা আমাদের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করছ এবং ভবিষ্যতে করবা। তোমরা এদেশের নাগরিক হয়েছ, তোমাদের পাকিস্তানে ফিরে যাবার আর কোন সম্ভাবনা নেই। তাহলে কেন তোমাদের এত উর্দু প্রীতি আর পাকিস্তান প্রীতি। যে আমরা তোমাদের ভাই বলে মেনে নিয়েছি যেমন নিয়েছি শরণার্থী কিছু রোহিঙ্গাদের। আর প্রতিদানে তোমরা আমাদের শুধু দিয়েছ বিশ্বাস ঘাতকটা। এরা বাংলা দেশের সাথে ফাকিস্তানের খেলা হলে প্রকাশ্যে ফাকিস্তানের সমর্থন করে আমাদের কিছু কুলাঙ্গার বাঙ্গালী হারামিদের সঙ্গে সঙ্গে।
>>অনেকে বলে খেলার সঙ্গে রাজনীতি মিশানো ঠিক না। আরে শালা ৪৭ হতে ৭১ পর্যন্ত ফাকিস্তানিরা কি আমাদের শুধু কি রাজনৈতিক ভাবে পাছা মারছে। এরা আমাদের অর্থনীতির, সমাজের, শিক্ষার, সাংস্কৃতিক, খেলাধুলার সব ক্ষেত্রে শাসন ও শোষণ করেছে।আর ৭১ ঘটনা তো বলে দেওয়া লাগেনা। আর ফাকিস্তানি দলের খেলা হলে শালা আমরা বাংলাদেশি হয়ে কেমন করে ফাকিস্তানিদের সমর্থন করি। মিরপুরের গ্যালারিতে ফাকিস্তানি পতাকা হাতে চিল্লাতে পারি। ফাকিস্তানের নামটা মুখে আনলে মনে একটা নাপাক ভাব ছড়িয়ে দিতে পারে। আর ও...... এদের সমর্থনে.........।।
ঘটনা:১>>> আমি রাজশাহী তে থাকতে এদের খুব কাছ হতে দেখেছি এবং লক্ষ্য করেছি ব্যাপার টা। যেমন রাজশাহীর হোটেল ব্যবসায়ী জনপ্রিয় দুটি হোটেল এর মালিক রহমানিয়া এবং বিসমিল্লাহ হোটেলের মালিক বিহারি। এরা বাঙ্গালী মেয়েদের যেমন বিয়ে করে বাঙ্গালীর মত থাকে। কিন্তু ঐ এক যায়গায় এদের মিল...... সকলে কথা বলে উর্দুতে। ভালবাসে উর্দু।
ঘটনা:২>>> যেমন আমাদের কিছু মাওলানারা মিলাদ মাহফিলে উর্দু শের না বললে যেন মাহফিল জমবে না অথবা মনে হতে পারে উর্দু না বললে লোকে মনে করবে এরা কিছু যানে না। আরে ভাই মাওলানা উর্দুতে শের ঝাড়ছ যাদের উদ্দেশ্যে তারা তো তা বুজে না, কেন ভাই বাংলায় ভাবার্থ বললে কি এমন সমস্যা। এত উর্দু প্রেম আসে কেমনে আপনাদের। উর্দু বলার সময় কি একবারও ১৯৫২ সালের কথা মনে পড়ে না?
মন্তব্য: আর নয় উর্দু প্রেম, আর নয় ফাকিস্তানি প্রেম। বাংলাদেশের মাটিতে বসবাস করে এত উর্দু চর্চা বা ফাকিস্তানি প্রেম চলবে না। উর্দু এবং ফাকিস্তান যদি এতই ভাল লাগে আর বলতে ইচ্ছে করে ফাকিস্তানে চলে যাও।
১.০০pm ১১-৭-১৩
https://www.facebook.com/golammaula.aka … 8231958773