২১ সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (১৪-০৭-২০১৩ ২২:৫৪)

Re: বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম

।।

২২

Re: বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

২৩

Re: বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম

আপনারা  কত কিছু জানেন , একএকটা বস , তাই ভয় হয় কিছু আলোচনা করতে । অনেক নতুন নতুন তথ্য জানলাম । আনাদেকলকে অনেক অনে  ধন্যবাদ  ধন্যবাদ  ধন্যবাদ   big_smile

গোলাম মাওলা , ভাবুক, সাপাহার, নওগাঁ

২৪

Re: বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম

জানি আছো হাত-ছোঁয়া নাগালে
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

২৫

Re: বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম

আপনি তো বসের ও বস ! আপনার কাছে সবাই নস্যি !!জামিল মণ্ডল


মণ্ডল ভাই খালি খোঁচা মারেন কেন ভাই ...।। যাই লিখি তাই কি এতই খারাপ লাগে । এমন অপমান করেন । কবিতা লিখি যখন মন ভাল থাকেএকটু চিন্তা করতে সময় পায় । আর শে কবিতার জন্য এমন বাঁশ  মারেন । আপনার পশংসা পেলাম না ভাই । খালি বাঁশ পেলাম ...। হা হহা তাতেই খুশি ভাই । আপনি ভুল গুলি ধরিয়ে দেন। হা হা হা  big_smile big_smile

গোলাম মাওলা , ভাবুক, সাপাহার, নওগাঁ

২৬

Re: বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম

জানি আছো হাত-ছোঁয়া নাগালে
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

২৭

Re: বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম

জামিল মণ্ডল ভাই আর বাঁশ


বাঁশ তো ভাই দিতেই হবে
চর্চা না রাখলে সমস্যা হবে
যে জেমনে পায় দেয় বাঁশ
অন্যকে।
এটায় যেন চর্চা হয়
ভুত ভবিষ্যৎ করতে হয়।
এই না হলে চিনবে কেমনে
আমরা বাঙ্গালি বাঁশ দেয়।





জামিল মণ্ডল অফ অথবা অন টপিকঃ
@ভাই গোলমেলে আকাশ , আপনার টপিকগুলা কি আত্মসন্তুষ্টির জন্য নাকি পাঠকের ? নিজের জন্য হলে পান চিবোতে চিবোতে চিত হয়ে বিছানায় শুয়ে নিজেই পড়তে থাকুন আর বিনোদিত হউন , কোনও সমস্যা নাই ! আর ফোরামের পাঠকের জন্য যদি এগুলো রচনা করে থাকেন তাহলে একটু রয়েসয়ে পোস্ট করুন । আপনার এতো টপিক প্রতিদিন পোস্ট হয় যে পড়া তো দুরের কথা গুনতেই জান কাহিল ! ভাই ,  আপ্নের বিখ্যাত **বুক মগজের দিব্বি, কিঞ্চিৎ রয়ে সয়ে !!


..................আর যদি পরানে না মানে , আপনার ভাবনাপ্লুত হৃদয়-নিঃসৃত মহাকাব্য-ফল্গুধারা যদি ফোরাম-প্রনয়াসক্ত হয়ে আত্মহত্যা-উদ্যত হয় ; তাইলে ..................
যাহা কিছু আছে সম্বল
থালা বাটি ঘটি কম্বল
তিতা মিঠা ঝাল অম্বল
   ভরো দেখি ছালাতে ,
লুঙ্গিটা করো রশি
ছালা-মুখ বাঁধো কষি'
মারো সিল ঘষে মসী
    দিও নাকো পালাতে !!
অতঃপর কোনও এক শুভ মুহূর্তে তা পোস্ট করুন ! আমরা এক টপিকেই সমস্ত পড়ে নিব !!

গোলাম মাওলা , ভাবুক, সাপাহার, নওগাঁ

২৮

Re: বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম