টপিকঃ এই গানটির কথা কি কারো মনে আছে?
বুকে জমানো ব্যাথা, কান্নার ননা জলে
ঢেউ ভাঙে চোখের নদিতে
অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়
ভুল না হয় আমারই ছিল বেশী, করোনি ক্ষমা করেছো দোষি
অভিমান লুকিয়ে রাখো যদি, থাকবো সারা জীবন অপরাধী
প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না
একবার বলে যাও কেন আমার হলে না
ভাবিনী কখনো যাবে চলে, এভাবে আমাকে একা রেখে
সপ্ন নিজের হাতে ভাঙলে তুমি, একা কেদে কেদে ক্লান্ত আমি
প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না
একবার বলে যাও কেন আমার হলে না
বুকে জমানো ব্যাথা, কান্নার ননা জলে
ঢেউ ভাঙে চোখের নদিতে
অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়।
আমার মনে হয়না কারো গানটির কথা মনে আছে
এই গানে ভিডিও সম্ভবত