৬১ সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (২৮-০৫-২০০৮ ১২:১৮)

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

৬২ সর্বশেষ সম্পাদনা করেছেন উন্মাতাল_তারুণ্য (২৮-০৫-২০০৮ ১৩:২৮)

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

উন্মাতাল_তারুণ্য'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

৬৩

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

প্রথম প্রেম???~X(~X(~X(~X(~X(~X(~X(~X(~X(~X(~X(

শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব'লে!
সময় পাবে না আর, নামিছে অন্ধকার!
গোধূলিতে আলো-আঁধারে-পথিক যে পথ ভোলে!!

৬৪

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

শিপলুর প্রেমের ইন্ভার্স ল' অনুসারে  পূর্ণ প্রেম একবারই হয় জীবনে। wink
সেটা প্রথম বার।
সবারই তাই হয়। ব্যতিক্রম থাকলে বলেন। আমাকে আবার অনুসিদ্ধান্ত লিখতে হবে। big_smile

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৬৫

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

৬৬ সর্বশেষ সম্পাদনা করেছেন উন্মাতাল_তারুণ্য (২৯-০৫-২০০৮ ০৬:০৩)

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

উন্মাতাল_তারুণ্য'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

৬৭

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

প্রথম প্রেম আর পূর্ণ প্রেম দু'টো সম্পূর্ণ ভিন্ন জিনিষ।

প্রথম প্রেম একেবারেই অযৌক্তিক হঠাৎ উদয় হওয়া অনুভুতি। প্রথম দর্শনে ভালো লাগলেই, পরে ভালো লাগবে তার কোন নিশ্চয়তা নেই। দর্শনধারী আর গুণবিচারী দুটোই হতে হয়, নয়তো প্রেম হয় না।

পূর্ণ প্রেম হচ্ছে সত্যিকারের প্রেম। যেখানে শুধু আবেগ নয় - শ্রদ্ধা, ভালোবাসা, আকাঙ্ক্ষা, বাস্তবতা সবকিছু মিলিয়ে পরস্পরের প্রতি অকৃত্রিম টান।

৬৮

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

স্বপ্নচারী ভাই,
নিশ্চয়তা আছে।

তবে যারা প্রথমবারেই কোন কিছুতে সফল হয় তাদের বিফলতার কষ্ট সম্মন্ধে কোন আইডিয়া থাকে না।
এটা প্রেম না সব কিছুতেই। প্রেমেতো অবশ্যই।

প্রেমের ক্ষেত্রে একটা উদাহরণ দিই।
ধরুন কোন ছেলে তার জীবনে প্রথমবার তার ভাললাগা মেয়েটিকে সরাসরি অফার দিল। আগে থেকে তাদের মধ্যে হালকা জানাশোনা ছিল। তো মেয়েটি রাজি হয়ে গেল।  ছেলেটি প্রথম বারেই সফল।
৫ বছর পর। মেয়েটির ছোট ভাইয়ের এবার প্রেমের বয়স। তো সে তার এসব বিষয়ে ঘনিষ্ট দুলাভাইয়ের কাছে পরামর্শ নিতে গেল। দুলাভাই বলল, "শালা সাহেব, প্রেমে দেরি করতে নেই। যাকে ভালবাস তাকে সরাসরি যেয়ে বল। তোমরা ভাব মেয়েদের পটানো কঠিন। সরাসরি বলাটাই হল আসল।"
তো ছেলেটি ভাবল সরাসরিই বলবে। যাই হোক, বুকে অনেক সাহস নিয়ে ছেলেটি তার মনের মানুষকে বলল যে তাকে সে ভালবাসে। তো মেয়েটির উত্তর, "দেখ তোমার সাথে তো আমার বেশি দিনের পরিচয় না। তাছাড়া একে অপরকে খুব বেশি চিনিও না। তাই এসব কখনও ভাবিইনি। আশা করি বুঝতে পারছ আমি কি বলছি।"

এখানে কিন্তু প্রত্যেকটা ছেলেই তার প্রথম ভাললাগাকে পূর্ণভাবেই ভালবাসত। দুটোই এরকম। একজন সফল। একজন বিফল। সফলজনের উপদেশেই বিফলজন বিফল হল।

প্রথমবার যে অনুভুতি সেটা কখনই আসবে না। সে প্রেমও আসবে না ভালবাসাও না। অনেক ভাল আন্ডারস্ট্যান্ডিং আসতে পারে। আর কিছু না। ভালবাসা শুধু আন্ডারস্ট্যান্ডিং আর দায়িত্ব পালন না।

যদি কারও একাধিক বার প্রেমের অনুভুতি সৃষ্টি হয় তবে সে বুঝতে পারবে ১ম বারের মত ভালবাসা একবারও তৈরী হচ্ছে না।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৬৯

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

৭০

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

প্রেম আর আকর্ষণ এক জিনিষ নয়। বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়াটা খুবই স্বাভাবিক। সে আকর্ষণ আমারও তৈরী হয়েছিল একাধিকবার। সেই প্রথম শ্রেণীতে পড়বার সময়ই প্রথমবার আকৃষ্ট হয়েছিলাম।

আমাদের সমস্যা হলো, আকর্ষণকেই প্রেম ভেবে বসা। প্রথম দেখায় শুধু রূপে আকৃষ্ট হওয়া যায়। কারও বাহ্যিক রূপ দেখেই বলা যায় না, অন্তর কী রকম হবে। না, আমি খারাপ-ভালোর বিতর্ক টানছি না। একজন মানুষ (নারী বা পুরুষ) শুধুমাত্র রূপ দিয়ে বেশিক্ষণ কাউকে ধরে রাখতে পারে না। মন-মানসিকতার মিল থাকতে হয়। পারস্পরিক বোঝাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ প্রেমের ক্ষেত্রে। একজন আরেকজনকে না বুঝলে কোনভাবেই সে সম্পর্ক টিকতে পারবে না। প্রেম তো পরের কথা সাধারণ বন্ধুত্বের কথাও যদি চিন্তা করি, তাহলে কী দেখতে পাই? আমার সমমনাদের সাথেই শুধু বন্ধুত্ব হয়, তাই না?

প্রেম শুধু বোঝাপড়া দিয়েই হয় না ভালোবাসা, শ্রদ্ধা, আবেগ সবই লাগে। পরিপূর্ণতা এত সহজে আসে না। শুধুমাত্র আবেগ পরিপূর্ণতা আনতে পারে না। কতবার আকৃষ্ট হয়েছি, সে কাহিনী পরে বলব এক সময়। কিন্তু প্রেমে মাত্র একবারই পড়েছি এবং সেখানে সফলতা আনতে প্রচুর সময় দিয়েছি।

লাবণিকে প্রথম দেখাতেই ভালো লেগেছিল। কিন্তু সেটাও মূলত রূপের আকর্ষণ, প্রেম আসতে অনেক সময় লেগেছে। তার চালচলন, কথাবার্তা সবকিছু মিলিয়ে যখন আকর্ষণটা বাড়তেই থাকল, তখনই বুঝলাম প্রেমে পড়েছি। তারপরও প্রচুর সময় নিয়ে নিজেকে প্রশ্ন করেছি, আসলেই কি প্রেম এটা নাকি শুধুই আকর্ষণ। যখন পুরোপুরি নিশ্চিত হলাম, তখনই ফাঁদে পা বাড়াবার জন্য অগ্রসর হয়েছিলাম। ঠিক একই ব্যাপার ঘটেছে লাবণির ক্ষেত্রেও। সে-ও প্রচুর সময় নিয়ে চিন্তা ভাবনা করেই এগিয়েছে। এই সময়টুকুতে পরস্পরকে বোঝার জানার চেষ্টা চলেছে। এই জানা-শোনাটাই সর্বপ্রধান বিষয়। আর এর জন্য আমাদেরকে একসাথে সময় কাটানোর দরকার পড়েনি। দুর থেকেই পর্যবেক্ষণ করেছি পরস্পরকে।

আর মুখ ফুটেও বলতে হয় না প্রেমের কথা। আমি বলিনি, বলার সুযোগই পাইনি। আমাদের শুভাকাঙ্খীরাই যথেষ্ট ছিল প্রেমের ঘোষণা দেয়ার জন্য। সে ঘোষণার সময় প্রত্যাখ্যাত হয়েছি বলা যায়। প্রত্যাখ্যাত শব্দটা বোধ হয় ঠিক হলো না। কারণ আমি তো বলি নাই। সবকিছুই চলছিল বন্ধুমহলে। 'যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই' - জাতীয় অবস্থা। তো যাই হোক, জানাজানির পর দু'মাসের বেশি সময় লেগেছিল - আমাদের সিদ্ধান্তে আসতে। যদিও এটাও খুব কম সময়, আমার মতে। কিন্তু তখন এই দু'মাসকেই লেগেছিল দুই যুগ। একেবারে প্র্যাকটিক্যাল থিওরী অভ রিলেটিভিটি।

বন্ধুত্ব তৈরী করতেই যেখানে মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়। সেখানে জীবনসঙ্গী মুহূর্তের মধ্যে ঠিক করাটা শুধু বোকামি নয়, মারাত্মক ভুল।

৭১ সর্বশেষ সম্পাদনা করেছেন উন্মাতাল_তারুণ্য (৩০-০৫-২০০৮ ০১:৩০)

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

উন্মাতাল_তারুণ্য'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

৭২

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

কাউকে দেখে ভাল লাগলে, আমি চেষ্ঠা করি , তার দিকে আর না তাকেতে...যদি বেশি ভাল লেগে যায় hairpull আর পরে brokenheart হয় ...। ভালবাসা নিয়ে আমার একটা খুব ভাল ধারনা আছে । যাকে ভালবাসব , সে যদি এমন ধারণার না হয়... kidding তাই ঠিক করেছি, একবারে ই বিয়ে । ৫০-৫০ % রিস্ক dancing dancing dancing

"I know not with what weapons World War III will be fought, but World War IV
will be fought with sticks and stones."
    -Albert Einstein

৭৩

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

উন্মাতাল_তারুণ্য'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

৭৪ সর্বশেষ সম্পাদনা করেছেন রূপসী-রাক্ষসী (৩০-০৫-২০০৮ ১৪:৪০)

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

প্রথম প্রেম ,প্রথম ভালোবাসা বলে কিছু নেই!:-jসব ই আপেক্ষিক!!

শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব'লে!
সময় পাবে না আর, নামিছে অন্ধকার!
গোধূলিতে আলো-আঁধারে-পথিক যে পথ ভোলে!!

৭৫

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

উন্মাতাল_তারুণ্য'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

৭৬

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

৭৭

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৭৮

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব'লে!
সময় পাবে না আর, নামিছে অন্ধকার!
গোধূলিতে আলো-আঁধারে-পথিক যে পথ ভোলে!!

৭৯

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব'লে!
সময় পাবে না আর, নামিছে অন্ধকার!
গোধূলিতে আলো-আঁধারে-পথিক যে পথ ভোলে!!

৮০ সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (৩০-০৫-২০০৮ ২২:২২)

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।