টপিকঃ আপনাদের দোয়ায় আজ অডেস্কে প্রথম কাজটা পেলাম।
২০১১ সাল থেকে টুকি টাকি মোবাইলে ইন্টারনে ব্রাউজ শুরু করি একসময় প্রজন্মের সাথে পরিচয় হয়ে যায়। ধিরে ধিরে ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানতে পারি। আর তখন থেকেই একটা কৌতূহল ফ্রিল্যান্সিং সম্বন্ধে। আর পর প্রজন্মে এই ব্যাপারে একটা টপিক খুলে বসি অনলাইনে আয়ের জন্য সাহায্য চাই
টপিক পড়ে হয়তো হাসাটায় স্বাভাবিক কিন্তু আসলে আমি তখন কিছুই জানতাম না এই ব্যাপারে তাই এই রকম টপিক খুলেছিলাম। কিছু মনে করবেন না। আমারই আবার হাসি পাচ্ছে।
যেহেতু রাজিব ভাইয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে তাই ঈদের পরের দিন তার সাথে দেখা করলাম। তার কারন টাও আপনারা টপিক পড়ে নিশ্চয় বুঝতে পারছেন। তার পর রাজিব ভাই আমার জন্য তার সাহায্যের হাত বাড়ালেন।
তিনি এক্কেবারে ক, খ , গ দিয়ে আমাকে বোঝানো শুরু করলেন। অডেস্ক একটা মার্কেট প্লেস................................. ইত্যাদি ইত্যাদি। আমিও তার চমৎকার বাক শৈলী আর উপস্থাপন মাধুর্যতায় পুর ব্যাপারটাকে আয়ত্ত করতে শুরু করলাম। তার পর বাড়ি ফিরে নিওমিত নেট ব্রাউজিং শুরু করলাম। তার পর জাকারিয়া ভাইয়ের এই সাইট থেকে আরও অনেক কিচু জানতে পারলাম। তার পর আমার বন্ধু তাউসিফের সাহায্যে এস ই ও শিখে অডেস্কে প্রফাইলে ১০০% করে কাজে নেমে পরলাম দিন রাত বিড করা নিয়েই পড়ে থাকতাম। এক মাস ১০ দিন চলে গেল আমিও হতাশ হতে শুরু করলাম এর পর অনেক চেষ্টা করে আজ দেখি দ্বিতীয় বারের মতো একটা ইটারভিও আসছে। তার পর স্কাইপে ইন্টার ভিও দিয়ে বাইয়ার সাথে সাথে আমাকে হায়ার করলো। ৩০ ঘন্টা/সপ্তাহ। ১.১১$/ ঘন্টা। উফ কি যে আনন্দ লাগতেছে বোঝাতে পারবোনা । আপনারা দোয়া করবেন যেন সফলাভাবে কাজটা করতে পারি। থ্যাংকস। অনেক তারাহুর করে লেখলাম ভুল হলে মাফ করেন। এখন আমি ক্লায়েন্টরে সামলাই। বাই।