টপিকঃ রিকভারি সফট লাগবে
আমার একটা ল্যাপটপের Local Disk E বিটলক দিয়ে লক করা হয়েছে এবং এইখানে টপিক খুলেছিলাম। Shahi ভাই আমাকে যথেষ্ট হেল্প করেছেন। কিন্তু তারপরও আমি আমার ড্রাইভটার লক খুলতে পারি নাই। যাই হোক এখন আমি চাচ্ছি ওই ড্রাইভটা ফরম্যাট দিয়ে রিকভারি করতে। যদিও আমার জানা নেই যে এমন কোন রিকভারি সফট আছে কি না, যেটা দিয়ে আমি ওই ড্রাইভটার সম্পূর্ণ না হোক বেশির ভাগ ফাইল রিকভারি করতে পারবো। So আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে এই রকম কোন সফট আগে ইউজ করেছেন, অথবা সিওর জানেন? কারো জানা থাকলে, Please help me.