টপিকঃ ড্রাইভ লক, আনলক কিভাবে করবো?
আমার একটা ল্যাপটপের Local Disk E বিটলক দিয়ে লক করা হয়েছে। অতঃপর Widows 7 নতুন করে সেটাপ করার পর স্বাভাবিকভাবেই সেটা লক হয়ে গিয়েছে। পাসওয়ার্ড ও জানা নেই। ফোরামের কারো কি কোন সমাধান জানা আছে?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » ড্রাইভ লক, আনলক কিভাবে করবো?
আমার একটা ল্যাপটপের Local Disk E বিটলক দিয়ে লক করা হয়েছে। অতঃপর Widows 7 নতুন করে সেটাপ করার পর স্বাভাবিকভাবেই সেটা লক হয়ে গিয়েছে। পাসওয়ার্ড ও জানা নেই। ফোরামের কারো কি কোন সমাধান জানা আছে?
আমার জানামতে বিটলকারের লক খোলা মোটামুটি অসম্ভব
ওল্ড উইন্ডোজ ৭ C ড্রাইভে এখনও আছে। কিন্তু বুট নেওয়ার সময় ডাইরেক্ট লাস্ট সেটাপ উইন্ডোজই ওপেন হয়। কোন সিলেক্টেড লিস্ট আসে না। কোনভাবে ওই পুরাতন উইন্ডোজ দিয়ে কি বুট দেওয়া যাবে? আর ওটা দিয়ে কি লক করা ড্রাইভ খোলা যাবে?
আমার একটা ল্যাপটপের Local Disk E বিটলক দিয়ে লক করা হয়েছে। অতঃপর Widows 7 নতুন করে সেটাপ করার পর স্বাভাবিকভাবেই সেটা লক হয়ে গিয়েছে। পাসওয়ার্ড ও জানা নেই। ফোরামের কারো কি কোন সমাধান জানা আছে?
পাসওয়ার্ড নেই, কিন্তু 'রিকভারি কি" আছে? তাও যদি না থাকে দু:সাধ্য। দু:সাধ্য বলার কারণ - সবধরনের এনক্রিপশনই ভাঙা সম্ভব - সেই পুরনো কনসেপ্ট - ব্রুটফোর্স এটাক... কিন্তু সময়!!!
ওল্ড উইন্ডোজ ৭ C ড্রাইভে এখনও আছে। কিন্তু বুট নেওয়ার সময় ডাইরেক্ট লাস্ট সেটাপ উইন্ডোজই ওপেন হয়। কোন সিলেক্টেড লিস্ট আসে না। কোনভাবে ওই পুরাতন উইন্ডোজ দিয়ে কি বুট দেওয়া যাবে? আর ওটা দিয়ে কি লক করা ড্রাইভ খোলা যাবে?
তাহলে সম্ভব সহজেই। বুট ম্যানেজার ইউজ করে - http://neosmart.net/EasyBCD/
তবে সাবধানতা অবলম্বন যেন মিস না হয় - আপনার শেষ চান্স।
পাসওয়ার্ড নেই, কিন্তু 'রিকভারি কি" আছে? তাও যদি না থাকে দু:সাধ্য। দু:সাধ্য বলার কারণ - সবধরনের এনক্রিপশনই ভাঙা সম্ভব - সেই পুরনো কনসেপ্ট - ব্রুটফোর্স এটাক... কিন্তু সময়!!!
এইটার কোন টিউটোরিয়াল লিংক আছে?
shahi লিখেছেন:পাসওয়ার্ড নেই, কিন্তু 'রিকভারি কি" আছে? তাও যদি না থাকে দু:সাধ্য। দু:সাধ্য বলার কারণ - সবধরনের এনক্রিপশনই ভাঙা সম্ভব - সেই পুরনো কনসেপ্ট - ব্রুটফোর্স এটাক... কিন্তু সময়!!!
এইটার কোন টিউটোরিয়াল লিংক আছে?
না ভাই, টিউটোরিয়াল তো নাই... অনেক গভীর থেকে থিউরিটা বললাম, সময় মানে ১ বছর... ১০ বছর... ১০০ বছর... এখানে সময় বলতে কিন্তু কয়েক ঘন্টার কথা বলি নাই
আপনার কাছে "RECOVERY KEY" ফাইলটির ব্যকাপ আছে? যেটা বিটলকার দিয়ে লক করার সময় ক্রিয়েট হয়েছিল...। ব্যকাপ থাকলে সিম্পলি আপনি ড্রাইভটি থেকে ডাটা এক্সেস করতে পারবেন। আর যদি না থাকে, তাহলে আপনি পুরনো ওএসটাকে বুট করার ইজি বুট এর মাধ্যমে... সমস্যা সমাধান হয়ে যাবে...
পুনরায় বলছি... সাবধানতার কিন্তু কোন অল্টারনেট নেই। তাই বি কেয়ারফুল, চোখ বন্ধ করে কিছু করবেন না, ধৈর্য্য ধরে কাজটি করুন।
আপনার লক করার দরকার কি? Folder Lock দিয়ে লক করবেন যাতে পাসওয়ার্ড ভুলে গেলেও উইন্ডোজ দিলে আবার ঠিক হয়ে যায়।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » ড্রাইভ লক, আনলক কিভাবে করবো?
০.০৫২০২৬৯৮৭০৭৫৮০৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.৭৪০২৪৫৭১৮৭১১ টি কোয়েরী চলেছে