Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
পুরাই "কুভ" টাইপ রেসিপি
৩ ০৩-০৮-২০১৩ ২০:২৮ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (০৪-০৮-২০১৩ ০১:২১)
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
রেসিপিটার ছবি পোস্ট দেন। রেসিপি পড়ে জিহবায় পানি এসে গেলো।
শামীম স্যারের ছোট ভাই কাউয়া ভাইয়ের মতো আমিও বললাম 'কুভ' টাইপ রেসিপি।
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
অত খারাপ না। একটু চেস্টা করলে বক্তব্য বোঝা যায়। যদিও ৪/৪ এর মাজেদা বুঝলামনা। মুড়গী ৪ টুকরা করেত হবে না ৪ বাই ৪ মানে ১৬ টুকরা হবে!
প্রথমে সাধারন রেসিপি এবং পরে ভাল স্বাদের জন্য রেসিপি!! দুটা রেসিপি এক সাথে দিলে প্রথমটা কে ফলে করবে?
"ওগো আজে শান চিকেন টিক্কা কর। ভাল স্বাদ যেন না হয় সেই রেসিপিটা ফলো করো"
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
সিরাম রেসিপী !
৬ ০৩-০৮-২০১৩ ২০:৪৯ সর্বশেষ সম্পাদনা করেছেন নির্বাক (০৩-০৮-২০১৩ ২০:৫২)
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
রেসিপি পড়ে মনে হল, মিরপুরের বিহারীপট্টির কোন চাচী মুখে রেসিপি বর্ণনা করছেন।
ছবি বলতে প্যাকেটের ভেতরের দিকে প্রিন্ট করা টেক্সট বুঝিয়েছিলাম। আর চিকেন টিক্কার ছবি চাইলে গুগল তো আছেই।
কয়লার ব্যাপারটা পছন্দ হয়েছে। একটা আসল কয়লার উপরে করা পোড়া পোড়া গন্ধ আসবে ... ...
ভিন্নভাবে স্বাদবর্ধক হিসেবে এই মসলাগুলো সাধারণ তরকারীতেও দুয়েক চিমটি করে ব্যবহার করা যায়।
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
ইহা কি পড়িলাম ! পুরা মাথাই নষ্ট !!
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
ফ্রিল্যান্স অনুবাদক হিসেবে মাঝে মাঝেই এই টাইপ অনুবাদের পরিমার্জনা/সম্পাদনা করতে হয়। তাই অবাক হলাম না। ভারতীয় দাদাদের করা অনুবাদগুলো আসলেই অসাধারণ। উনারা রেট দেয় ফকিরের মত, কাজও করে তেমন। পরিমার্জনা/সম্পাদনা করতে মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করে। পুরো অনুবাদের ৬০% নতুন করে লিখতে হয়।
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
শানের মশলা কি দেশেও পাওয়া যায় নাকি? আমাদের এখানে তো প্রায় সব এইশিয়ান দোকানে থরে থরে সাজানো থাকে। তবে সেখানে শুধু উর্দু দেখেছি। বাংলাতেও যে লেখা থাকে, এই প্রথম শুনলাম। অতীব চমতকার বাংলা হয়েছে। এই ভাষায় সাহিত্য জমবে ভালো। নো ওয়ান্ডার ভাবী তরজমা করার জন্য আপনার দ্বারস্থ হয়েছেন
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
প্রথম প্যারা পড়েই মাথায় ভালমত গিট্টু লেগে গেল।
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
কঠিন রেসিপির জন্য ধন্যবাদ
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
শানের মশলা এখানেও ভরা কিন্তু বাংলা লেখা আমিও দেখি নাই এখনও
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
হ্যাঁ এটার কোয়ালিটি একটু ভাল। যদিও ভাষার বিচারে এখনও পারফেক্ট বলা যাবে না।