টপিকঃ বেশি নয়, উত্কৃষ্ট পোস্ট
নিজেকে প্রকাশের দূর্নিবার আকর্ষনে আমরা অনেকে যাচাই ছাড়া কিছু পোস্ট দিই। এতে ব্লগে পোস্টের সংখ্যা বাড়লেও চিত্তহরি পোস্টের ঘাটতি দেখা যায়। মানুষ স্পেশাল, অসাধারন, বৈচিত্রময় জিনিস পছন্দ করে। তেমন কিছু ব্লগে না পেলে সে পোস্ট পছন্দ করবে কেন?
প্রথমতঃ আমি সেই বিষয়ে পোস্ট দিব, যে বিষয়ে আমি অন্য অনেকের চেয়ে ভাল জানি এবং অতি সুস্বাদু ভঙ্গিতে সেটা সবার জন্য সরল ভাবে প্রকাশ করতে পারি। মানুষের চিত্তহরণ সহজ ব্যাপার না। তার মানে পোস্ট দেয়ার আগে সেটা নিজেকে আনন্দ দিচ্ছে কি-না, সেটা নিরপেক্ষ ও কঠোরভাবে যাচাই করতে হবে।
দ্বিতীয়তঃ যে কোন পোস্ট ছাপার ইচ্ছা দমন করে খুব বেছে বেছে চিত্তাকর্ষক পোস্ট দিতে হবে। এতে পোস্টের মান বাড়বে। একটা ব্লগে অনেক অনেক সাদামাটা পোস্টের বদলে যদি প্রতিদিন পাঁচটা আলোড়নকারী পোস্ট পাওয়া যায়, সেটাই কি ব্লগ ব্যবহারকারীদের জন্য ভাল না?
আমার মতে, ব্লগে পোস্ট হবে এমন যা দেখে প্রিন্ট মিডিয়া সেই পোস্ট কাগজে ছাপতে চাইবে। ব্লগ আলোকিত হোক প্রতিভাবান মানুষের সুচিন্তিত, দূরদর্শী, বুদ্ধিবৃত্তিক ও উদ্দীপ্ত পোস্টে।
‘বেশি নয়, উত্কৃষ্ট পোস্ট’- এটাই হতে পারে একজন ব্যক্তি ব্লগারের দর্শন।
তবু এ হৃদয় বড় উচাটন
কখন আসবে ফাগুন