টপিকঃ সিডির সাহায্যে ল্যাপটপে উইন্ডোজ সেভেন দিতে কি করা করা লাগবে ।

এইচপি এর জি-৪ মডেলের কোর আই থ্রি প্রোসেসরের একটা ল্যাপটপ কিনছি । দোকান থেকে উন্ডোজ দিয়ে দিছিল । আমি নতুন করে উইন্ডোজ দিতে চাই কিন্তু দিছে পারছি না ।
ডেক্সটপে যেভাবে দেই সেইভাবে দেওয়ার অপশন খুজে পাচ্ছি না । তাছাড়া সিডি ঢুকিয়ে রিস্ট্যার্ট দিয়ে f10 ধরে থাকলে SATA সিলেক্ট করে দিয়ে উইন্ডোজ ইন্সটল করতাম কিন্তু ল্যাপটপে এমন কিছু পেলাম না ।  f10 ধরে থাকলে বিভিন্ন অপশন আসছে । ৪টা অপশনের মধ্যে আমি  system configaration এর CD-ROM Boot পাই । কিন্তু এটাকে এনাবল কিংবা ডিসএবল ছাড়া কোন অপশন নাই । অর্থাৎ সিডি থেকে উইন্ডোজ ইন্সটল হওয়া শুরু হবে এমন কোন অপশন নাই । bios কি কিংবা উইন্ডোজ দেওয়ার সাথে এর কোন সম্পর্ক আছে কিনা ।
সিডি দিয়ে আমি উইন্ডোক সেভেন দেওয়ার চেস্টা করছি । এর জন্য কি কি করতে হবে কেউ কি বলবেন । আমি এসব ব্যাপারে খুব একটা বিজ্ঞ নই ।

Re: সিডির সাহায্যে ল্যাপটপে উইন্ডোজ সেভেন দিতে কি করা করা লাগবে ।

ভাই আপনি একটা উইন্ডোজ ৭ এর সিডি কিনে এনে আপনার সিডি ড্রাইভে লাগিয়ে এর পরে দেখুন আপনার  কেনা উইন্ডোজ এর সিডির পেছনে সব কিছু দেওয়া আছে কীভাবে উইন্ডোজ ৭ ইনস্টল দিবেন।

Re: সিডির সাহায্যে ল্যাপটপে উইন্ডোজ সেভেন দিতে কি করা করা লাগবে ।

জেনুইন উইনন্ডোজ নাকি? তাহলে F8 প্রেশ করে রিকভার করা যাবে।

Life IS Neither TEMPEST, NOR A midsummer NIGHT'S DREAM, BUT A COMEDY OF Errors,
ENJOY AS U LIKE IT

সর্বশেষ সম্পাদনা করেছেন আরিফ হাসান (২৭-০৭-২০১৩ ১৬:৫০)

Re: সিডির সাহায্যে ল্যাপটপে উইন্ডোজ সেভেন দিতে কি করা করা লাগবে ।

সেভেন এর ডিভিডি ঢুকিয়ে ল্যাপি চালু করুন। চালু হওয়ার সময় কি-বোর্ড থেকে Esc বাটন চাপতে থাকুন। আশা করা যায় অপশন পাবেন।

আলহামদুলিল্লাহ!

Re: সিডির সাহায্যে ল্যাপটপে উইন্ডোজ সেভেন দিতে কি করা করা লাগবে ।

এত টেপাটেপির দরকার কি? বায়োসে গিয়ে বুট অপশনে প্রথম বুট হিসিবে সিডি সিলেক্ট করে দিয়ে রিবুট দিলেইতো হয়।  roll

Re: সিডির সাহায্যে ল্যাপটপে উইন্ডোজ সেভেন দিতে কি করা করা লাগবে ।