টপিকঃ এইবার রোজায় এমন হচ্ছে কেন?

মানে ইফতার করে যদি অল্প ভাতও খাই সেহেরীর সময় মনে হয় পেট ভরা সারাদিন চলতে পারবো এতেই। সেই জন্য সেহেরিতে অল্প খাওয়া হয় আর নামাজ পড়ে যেই একটু ঘুমিয়ে পরি ঘুম থেকে উঠে মনে হয় প্রচন্ড ক্ষিদে লেগেছে সারা দুনিয়ার ভাত আমি একাই ক্ষেতে পারবো। সমস্যাটা কি?

Re: এইবার রোজায় এমন হচ্ছে কেন?

সর্বশেষ সম্পাদনা করেছেন বোরহান (২৬-০৭-২০১৩ ১৮:১২)

Re: এইবার রোজায় এমন হচ্ছে কেন?

হালকা ইফতার করুন, এরপর তারাবির পরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন। যদি সেহরির সময় খিদে কম থাকে তাহলে দুধ-পাউরুটি টাইপের হালকা খাবার কয়েকদিন খেয়ে দেখুন।
পেট ভরা-ফাঁকা আসল ব্যাপার না, আসল ব্যাপার হচ্ছে শরীরকে হালকা পাতলা রাখা, এতে রোজার কষ্ট অনেক কমে যাবে।

Re: এইবার রোজায় এমন হচ্ছে কেন?

ইফতারের পর আর কিছু খাই না। সেহরীর সময় খুবই সামান্য ভাত খাই। আলহামদুলিল্লিহ সারাদিন কোন ক্ষিদে অনুভব করিনা।

Re: এইবার রোজায় এমন হচ্ছে কেন?

আমাও একি সমস্যা হচ্ছে ভাই জান

সর্বশেষ সম্পাদনা করেছেন আরিফ হাসান (২৭-০৭-২০১৩ ১২:৩২)

Re: এইবার রোজায় এমন হচ্ছে কেন?

আলহামদুলিল্লাহ!

Re: এইবার রোজায় এমন হচ্ছে কেন?

আপনারা কি এই লোক টাকে চিনতে পারছেন

জীবনের উদ্দেশ্য মইনাস প্রাপ্তি

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: এইবার রোজায় এমন হচ্ছে কেন?

আলহামদুলিল্লাহ!

Re: এইবার রোজায় এমন হচ্ছে কেন?

১০

Re: এইবার রোজায় এমন হচ্ছে কেন?

জীবনের উদ্দেশ্য মইনাস প্রাপ্তি

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত