গৌতম লিখেছেন:চিকিৎসাবিজ্ঞানের শাখা হিসেবে হোমিওপ্যাথির স্বীকৃতি নাই।
হোমিওপ্যাথ চিকিৎসাকে আক্রমণ করে বেশ কয়েকটি প্রবন্ধ লিখেছিলেন। হোমিওপ্যাথ কলেজের অনেক শিক্ষক তখন পাল্টা যুক্তি দিয়েছিলেন, কিন্তু ফ র ... হাসান সাহেবের সামনে কেউ দাড়াতে পারেন নি
কারন ১ টাই, হোমিওপ্যাথি কে ল্যাবে ফেলে প্রমান করা যাচ্ছে না, অদুর ভবিষ্যতে যদি প্রমান করা যায়, তবে অন্য প্যাথির কপালে বিশেষ দুর্ভোগ আছে।

আরেকটা কারন, ৮ টা লোকের জরের জন্য ৮ রকম মেডিসিন হতে পারে, যেখানে এলোপ্যাথিতে কেবল এন্টিবায়োটিক।
এখন ধরুন আপনি আমাকে বললেন হোমিওপ্যাথিতে ব্রায়োনিয়া-৩০ জরের(fever) ওষুধ।
এটা জরে ভালো কাজ করে এটা প্রমান করুন, সংগে আমার কাছে ১০ টা জরের রোগী পাঠালেন।
আমি ১০ জন কে ব্রায়োনিয়া-৩০ দিলে, এক অদ্ভুত ফলাফল দেখা দিতে পারে, হয়তো ২ জনের জর সারতে পারে, বা ১জনও না সারতে পারে, বা ১০ জন ই সুস্থ হতে পারে, যদি ১০ জনই একই রকম সিমটম নিয়ে ডাক্তার বাবুর কাছে হাজির হন। একই রকম সিমটম থাকলে তাহলে যে মেডিসিন ইন্ডিকেট করবে সেই মেডিসিন দিলে রোগ সারবে...।
কারন কি জানেন, হোমিওপ্যাথি তে চিকিৎসা হয়, man as an individual, আর্থাৎ প্রত্যেক মানুষ আলাদা, তাই আলাদা মেডিসিন দরকার হয়, কি রকম আলাদা.......
শীতকালের ঠান্ডা হাওয়ায় ১০ জন কে খালি গায়ে ঘোরালেন,
তারমধ্যে ৮ জনের জর এলো,
আবার এই ৮ জনের ৩ জন একি রকম সিমটম নিয়ে এলো,
বাকি ৫ জনের সিমটম একদম আলাদা আলাদা...
কেউ বলবেন, আমার কিছু ভালো লাগছে না, কেবল সুয়ে থাকতে ইচ্ছা করছে।
কেউ বলবেন,গায়ে ব্যাথা করছে, খুব অস্থির লাগছে, নাকে কাচা পানি আসছে।
কেউ বলবেন, আমার ১টুও পানি পিপাসা নেই,কাসি হচ্ছে।
আবার কেউ বলবেন আমার খুব পানি পিপাসা পাচ্ছে, কাসি হচ্ছে না। ইত্যাদি, ইত্যাদি।
জরের কারন কিন্তু ১টা শীতকালের ঠান্ডা হাওয়া,
কিন্তু সিমটম আলাদা আলাদা(because, man as an individua) তাই আলাদা আলাদা মেডিসিন দরকার হয়।

[আমি আপ্নাকে(allopathy কে) এই প্রশ্ন করতে পারি, ১০ জন জরের রোগী, সবাই আলাদা আলাদা সিমটম নিয়ে আপ্নার কাছে গেল তাহলে আপনি কিভাবে তাদের কে ১রকম(এন্টিবায়োটিক) মেডিসিন দিলেন?]

তাই ১টা মেডিসিন দিয়ে আপ্নি ১০ জনের জর সারাতে বল্লে সেখানে হোমিওপ্যাথি ফেলিওর হয়।
আশাকরি বোঝাতে পেরেছি হাসান সাহেব কেন জিতে গেলেন
প্রজন্ম ফোরাম