টপিকঃ ব্লিচ এর অল্টার নেম লাগবে।
ব্লিচ নামে একটা কেমিকেল আছে। নেট ঘেটে যে ছবিগুলো দেখলাম তাতে বুঝতে পারলাম, এইটা ক্লিন এর কাজে ব্যবহার করা হয়। আমাকে কি কেউ বলতে পারবেন, এইটার বাণিজ্যিক নাম কি। অথবা এইটা ঢাকার কোথায় কিনতে পাওয়া যাবে?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » ব্লিচ এর অল্টার নেম লাগবে।
ব্লিচ নামে একটা কেমিকেল আছে। নেট ঘেটে যে ছবিগুলো দেখলাম তাতে বুঝতে পারলাম, এইটা ক্লিন এর কাজে ব্যবহার করা হয়। আমাকে কি কেউ বলতে পারবেন, এইটার বাণিজ্যিক নাম কি। অথবা এইটা ঢাকার কোথায় কিনতে পাওয়া যাবে?
ওকে।
এটাকে ব্লিচিং পাউডার বলে। পানিতে মেশালে লিকুইড পেয়ে যাবেন।
কেমিক্যালের দোকানে গেলে উল্টা পাল্টা বুঝিয়ে দাম অনেক বেশি নিয়ে নিবে।
সোডিয়াম হাইপোক্লোরাইড পাইছি। এবং লিকুইড টাই পাইছি Moon scientific supplies নামে একটা দোকানে।
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » ব্লিচ এর অল্টার নেম লাগবে।
০.০৪৫৪৫৯০৩২০৫৮৭১৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৫.৮৫০৩৫৭৮০৩৩১৪ টি কোয়েরী চলেছে