টপিকঃ চিটাগাং এর কারও মিন্ট এর সিডি লাগলে আওয়াজ দেন
আমি আল-ফালাহ গলি থাকি। ২ নাম্বার গেট মোড়ে শেখ ফরিদের ওপজিটে যে গলিটা আছে অইটা আর কি। আমার কাছে মিন্ট ১৪ (নাদিয়া) আছে। ৩২ বিট। লাগলে মোবাইল কইরেন। ০১৬৭৬৪৮৩৮৩৪
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স মিন্ট » চিটাগাং এর কারও মিন্ট এর সিডি লাগলে আওয়াজ দেন
আমি আল-ফালাহ গলি থাকি। ২ নাম্বার গেট মোড়ে শেখ ফরিদের ওপজিটে যে গলিটা আছে অইটা আর কি। আমার কাছে মিন্ট ১৪ (নাদিয়া) আছে। ৩২ বিট। লাগলে মোবাইল কইরেন। ০১৬৭৬৪৮৩৮৩৪
ফোরামে এই ভাবে মোবাইল নাম্বার দিবেন না ।
ধন্যবাদ। আপনার ইমেইল এড্রেসটি দিলে আমি আমার ইমেইলে যোগ করে রাখতাম। কারও প্রয়োজন হলে দিতে পারতাম।
আমি মিরপুর-১০ এ থাকি আমার মিন্ট ও উবন্টুর আইএসও দরকার
আমার পিসির কনফিগ
ডুয়েল কোর ২.০ গিগা হার্টজ
ড়্যাম- ১ গিগা (শিঘ্রই ১ গিগা বাড়াব)
হাড্ডি - ১৬০ জিবি
গ্রাফিক্স- বিল্ট ইন
কোনটা ভাল হয়, কোথায় পাব??
সাজেশান?
আমি সিলেট থাকি । আমারে এস এ পরিবহনে কইরা একটা পাঠান
আমি চট্টগ্রাম এ থাকি। উবুন্টু ভালো হবে নাকি মিন্ট? একজন একটা বলে, তাই বুঝতেছি না।
আমি Dhaka থাকি । আমি কি পাবো ?
panthorezwan@yahoo.com
ধন্যবাদ। আপনার ইমেইল এড্রেসটি দিলে আমি আমার ইমেইলে যোগ করে রাখতাম। কারও প্রয়োজন হলে দিতে পারতাম।
আমার বাড়িও চিটাগাং অলংকার মোড়ে - লাগলে যোগাযোগ করবো
সরি ভাই! কুরিয়ার টুরিয়ার করতে পারব না। আইএসও সরাসরি পেনড্রাইভে দিতে পারব কিংবা সিডি নিয়ে আসলে তাতে বার্ন করে দিতে পারব।
আমি সিলেট থাকি । আমারে এস এ পরিবহনে কইরা একটা পাঠান
পান্থ ভাই,
আমারে চিনতে না পারলে নাম বইলা দিতাছি।আমার নাম হাসান হাবিব সামি।আমি আপনার কাছে লিনাক্স মিন্ট এর সিডি চাইছিলাম নোয়াখালী থেকে।পাঠাইছেন তো?উত্তর দিবেন কিন্তু।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স মিন্ট » চিটাগাং এর কারও মিন্ট এর সিডি লাগলে আওয়াজ দেন
০.০৫৩১১৫৮৪৪৭২৬৫৬২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৫.৮৬৪০৭৫৮৪০২৭৬ টি কোয়েরী চলেছে