টপিকঃ একখানা প্রিন্টার বিক্রয় হইবে
একখানা নয়া অব্যবহৃত ইংকজেট প্রিন্টার Canon Pixma iP2772 বিক্রয় হইবে।
চিত্রঃ
..
..
বিক্রয়ের কারনঃ জরুরী অর্থের প্রয়োজন।
সর্বশেষ মূল্যঃ ২,৪০০
ফোন করুনঃ
01748466024
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » একখানা প্রিন্টার বিক্রয় হইবে
একখানা নয়া অব্যবহৃত ইংকজেট প্রিন্টার Canon Pixma iP2772 বিক্রয় হইবে।
চিত্রঃ
..
..
বিক্রয়ের কারনঃ জরুরী অর্থের প্রয়োজন।
সর্বশেষ মূল্যঃ ২,৪০০
ফোন করুনঃ
01748466024
হেঃ হেঃ প্রিন্টার পুরাতন হলে দাম ১০০০ এর বেশী হয় না, কারণ কালি বাদ দিলে দাম ৫৫০ টাকাই হয়
পুরনোতে কালি ব্যবহৃত/শুকিয়ে থাকতে পারে
আপনি যদি আমার বারি দিয়ে জান তাহলে কিনতে পারি
হেঃ হেঃ প্রিন্টার পুরাতন হলে দাম ১০০০ এর বেশী হয় না, কারণ কালি বাদ দিলে দাম ৫৫০ টাকাই হয়
পুরনোতে কালি ব্যবহৃত/শুকিয়ে থাকতে পারে
বলাই তো আছে অব্যবহৃত। কালির ক্যাপ খুলা হয়নাই। আন্দাতে কথা ভলেন
মার্কেট প্রাইস যেখানে ২৭০০/২৮০০ সেখানে তোমার এটা ৩০০০ টাকার দাম রাখার যুক্তিটা বুঝতে ব্যর্থ হলাম।
বলাই তো আছে অব্যবহৃত। কালির ক্যাপ খুলা হয়নাই। আন্দাতে কথা ভলেন
![]()
প্রিন্টার বক্স থেকে বের করা হয়েছে
প্রিন্টারের ক্ষেত্রে দুটো কথা চলে এক ইন্টাক্ট দুই নট-ইন্টাক্ট
ব্যবহৃত অব্যবহৃত এখানে খাটে না। যাই হোক আমি অফ যাই আপাতত লেজার ছাড়া ইঙ্কজেট প্রয়োজন নাই
আমার একটা মাউস লাগবে। -_- থাকলে মুফতে দিয়া যাও ভাতিজা! ঘর থেকে বের হতে মনে চাইতেছে না
ভালো কথা মনে করায় দিস আমার প্রিন্টারের জন্য কালী কিনতে হবে!!
মার্কেট প্রাইস যেখানে ২৭০০/২৮০০ সেখানে তোমার এটা ৩০০০ টাকার দাম রাখার যুক্তিটা বুঝতে ব্যর্থ হলাম।
বলা্ইতো হয়েছে যে আলোচনা করে কমানো যাবে।
ইঙ্ক ড্রাম কি ব্যবহার করা যায়? তাহলে হাজার-বারোশো বলবো।
ইঙ্ক ড্রাম কি ব্যবহার করা যায়? তাহলে হাজার-বারোশো বলবো।
যায়, আমি ব্যবহার করি যদিও প্রিন্ট কোয়ালীটি ভালো না।
নতুন দাম তো ওরাকম ভাই
একটা পুরান প্রিন্টারের(এক দিনের পুরানো হলেও) দাম - একটি নতুন অরিজিনাল কালার কার্টিজের দামের চেয়ে কম।
দাম কমানো হলো।
একটা পুরান প্রিন্টারের(এক দিনের পুরানো হলেও) দাম - একটি নতুন অরিজিনাল কালার কার্টিজের দামের চেয়ে কম।
কেন?
তুমার জন্য বেস্ট হচ্ছে এইটা ইউজায়া ফেলা। রিসেল ভ্যলু আছে এগুলা নিয়া মার্কেটে নামলে লাভ হবে। এর মধ্যে এন্টিক দুই একটা জিনিশ থাকলে তো কথাই নাই
জিনিষ আমারনা। আমার এক ফ্রেন্ডের। ওর কোনো কাজে লাগতেছেনা। অর্থ্যেরো প্রয়োজন। তাই বেঁচে দিবে।
১০০০ টাকা দাম হলে আমি কিনতে পারি।
মেরাজ আপনি ২৭০০ টাকার প্রিন্টার প্রথমে ৩০০০ চেয়েছিলেন এজন্য আমরা কি কেউ আপনাকে মাইনাস দিয়েছি??
আপনার প্যাকেটের বাইরে প্রিন্টার দেখে যে কেউ বলতেই পারে কালি শুকিয়ে/কমে থাকতে পারে
দোকানে কেনার সময় অনেকে টেস্ট করে নেয়, সেক্ষেত্রে অব্যাবহৃত থাকলেও কালি শুকাতে পারে তাই না???
ফোরাম পণ্য বিক্রির জায়গা নয়, এখানে বুছু বিক্রি হলে অনেকে মজা করেও কিছু বলে কারণ এটা ফ্যামিল্র মত।
আমি মজা করেও কিছু বলি নাই...... এছাড়া যে কোন জিনিস বিক্রি করার টেকনিক আছে, এবং বিক্রয় যোগ্য প্রকার ভেদে তা বেশ আলাদা। আপনিই বিক্রির প্রটোকল ফলো করেন নি
এই কথার জন্য মাইনাস দেবার কিছু দেখি না। আপনি গোবা তে আমাকে জানালে আমার মন্তব্য পরিহার করতাম
আরেকটা কথা ফেসবুকের রাগ এখানে ঝাড়ার মানে আছে ??
অবশেষে বলি গ্রো আপ
অবশেষে বলি গ্রো আপ
আপনি ফট করে ১০০০ বলায় দাম প্রিন্টারের দাম কমে যায়। আপনি সিনিয়র সদস্য বলে আপনার কথা অনেকেই মানছে কিন্তু আপনি যে না যেনে আন্দাজে ওই কথাটা বলেছেন সেটা বুজতেছেনা। তাই মেজাজটা খারাপ হইসিল। মডুগন চাইলে মাইনাস রিমুভ করে দিতে পারেন।
ফেসবুকের কোনো রাগ ঝাড়তেছিনা। এডাল্ট জোকে আমার মেজাজ খারাপ হয়না।
ফায়ারফক্স লিখেছেন:অবশেষে বলি গ্রো আপ
আপনি ফট করে ১০০০ বলায় দাম প্রিন্টারের দাম কমে যায়
আপনি প্রিন্টারের দাম খুব বেশী চেয়েছেন বলেই ফাফা'দা ১০০০ টাকা বলেছে। আপনার প্রিন্টারের দাম ২০০০ টাকার বেশী হওয়া কোনক্রমেই উচিত নয়। কারণ এটা সেকেন্ডহ্যান্ড
মাইনাস পাবার মতো কিছু বলে নাই ফাফা ভাই। ইঙ্কজেট প্রিন্টার দাম হলো কার্টিজের - বডির তেমন দাম নাই। ফোরামে আমরা বিভিন্ন উপদেশ দিতে পারি । সেই উপদেশ নিয়ে বিক্রয়ডটকম বা ক্লিকবিডিতে এড দিন।
প্রজন্ম ফোরাম » বিবিধ » একখানা প্রিন্টার বিক্রয় হইবে
০.০৮৯২৮৭০৪২৬১৭৭৯৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.১৯৫৪৭৯৭৬০৮৫৩ টি কোয়েরী চলেছে