Re: জোরিন ওএস ৭ লাইট রিভিউ
আপনার এই রিভিউ ও জামাল স্যারের সমস্যা শুনে বুঝলাম আপনার দরকার পিপারমিন্ট ওএস। এটা দেখতে জরিনা বিবির মত চটকদার সৌন্দর্যের অধিকারী নয় তবে আটপৌরে সাজে সলিড পারফরম্যান্স পাবেন। এটাকে উবন্টু ও লিনাক্স মিন্টের সংমিশ্রন বলতে পারেন। এটার সবচেয়ে বড় সুবিধা এটার রিলিজ সাইকেল রোলিংরিলিজ ডিস্ট্রোর মত। চালিয়ে খারাপ লাগবে না একবার দেখতে পারেন।