সর্বশেষ সম্পাদনা করেছেন Noyon90 (১৯-০৭-২০১৩ ০৫:২৮)

টপিকঃ কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

দুঃখিত মাননীয় সরকার
পিএসসি কাকে নিয়োগ দিবে সেটা পিএসসির ব্যাপার,আপনার সেখানে অনধিকার চর্চা না করাই ভাল।
পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এটা আপনার কোন পৈত্রিক সম্পত্তি নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন।
আপনি যদি নিজেকে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের উত্তরসূরী মনে করেন তাহলে ভিন্ন কথা।
সামনে নির্বাচন জনগন আপনাকে যে চাকরিটা দিয়েছে সেটা টিকিয়ে রাখতে পারেন কিনা দেখেন,তারপর অন্যের চাকরি নিয়ে মাথা ঘামাবেন।

ভেবেছিলাম আন্দোলন বোধ হয় স্থিমিত হয়ে যাবে। আপনার কাছ থেকে একটি দায়িত্বশীল বক্তব্য আশা করেছিলাম।
কিন্তু হায় একি!!!!!!
আপনি দেখি আমাদের কাটা গায়ে নুনের ছিটা দিলেন।
আমি ভুলেই গেছিলাম যে আপনি নিজেও "বঙ্গবন্ধু কোটা"-র প্রধানমন্ত্রী। আপনার কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা অনভিপ্রেত। আন্দোলন বুঝি এইবার আর আপনার পেটোয়া বাহিনী দিয়েও ঠেকিয়ে রাখতে পারবেন না।
কোটার মূলোত্পাটন আমরা করবই করবো।
আর আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন।
"কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে "


আজ প্রধানমন্ত্রীর বক্তব্য হাজার হাজার মেধাবী র হতাশার জন্ম দিবে। তিনি এমন ভাবে বললেন যেন ছাত্র সমাজ তার কাছে চাকরি ভিক্ষা চাইছে ; যেন psc তার দলীয় সংগঠন। ছাত্র সমাজকে আবার তার অতীত উজ্জ্বল ভূমিকায় অগ্রসর হতে হবে। না হলে কোটার জীবন শেষ।।

মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক ও মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বলতে চাই, মুক্তিযুদ্ধ শুধু আপনার এবং ২ লক্ষ মুক্তিযোদ্ধার পরিবার করে নাই, এদেশের আরো আপামর জনতা মুক্তিযুদ্ধ করেছিল সেই সময়ে, ৩০ লক্ষ বাঙ্গালী প্রাণ দিয়েছিল বাংলা মায়ের সম্ভ্রম বাঁচাতে।
আপনি প্রশ্ন তুলেছেন “তবে কি নারীরা চাকরি করবে না” প্রশ্ন তুলে বলেন, “যারা প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধার সন্তান- তারা কি পাবলিক সার্ভিস কমিশনে চাকরি করবে না?”
হ্যাঁ অবশ্যই করবেন, তবে সেটা যোগ্যতা থাকলে। একজন অযোগ্য ব্যক্তি কি করে এরকম দেশের সর্বচ্চ পর্যায়ের চাকরির আশা করে আমার বোধগম্য হয়না।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কোটাসংস্কার আন্দোলনকারীদের চাকরি দেওয়া বা না দেওয়ার কোন আইনী এখতিয়ার নেই। তিনি বড়জোর একটি নিয়োগ প্রক্রিয়াকে ঘৃণ্যজনকভাবে পক্ষপাতদুষ্ট করতে পারেন যা তিনি করে চলছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ ধরণের মন্তব্যও করতে পারেন না। তিনি জনগণের সেবক, একটু খোলাসা করে বললে servant বা চাকর। জনগণ উনাকে মাসিক বেতন দিয়েই নিযুক্ত রেখেছেন। আর একজন সেবক/চাকর হিসেবে কে চাকুরী পাবে বা পাবে না সে সিদ্ধান্ত নেওয়ার তিনি কে!!! তাঁকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে সে অনুযায়ী চাকুরী না করলে তো তাঁর নিজেরই তো চাকুরী থাকবে না!
আমরা এই প্রজন্ম খুব দূর্ভাগ্যজনক সময়ে বসবাস করছি। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সে সময়ের মুখোমুখি করতে চাই না। তাই আমরা আমাদের কর্মসূচী অনুযায়ী আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের জয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ…

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে
আপনি বলেছেন, যারা কোটাবিরোধী আন্দোলন করেছে তাদেরকে চিহ্নিত করে পিএসসি’র অধীনে কোন চাকুরীতে নিয়োগ দেয়া হবেনা। তার মানে পিএসসি’র অধীনে যাবতীয় চাকুরী আপনারা নিয়ন্ত্রণ করেন? তার মানে পিএসসিকে ব্যবহার করে আপনারা নিয়োগ প্রদান করেন? তাইতো বলি প্রশ্নপত্র কেন ফাঁস হয়? আরেকটা কথা সরকারি চাকুরি কি আপনার পারিবারিক সম্পত্তি, যাকে ইচ্ছা তাকে দিবেন? আর কত দিন ক্ষমতায় থাকবেন সে চিন্তা করেন। আমাদের কে নিয়ে না ভাবলেও চলবে। নিজের গদি ঠিক রাখার চেষ্টা করেন। আরতো বেশি দিন নেই, মাত্র কয়েক মাস!!!!!!

কিছু দিন পর বলবে যাদের কোটা আছে তারা শুধু এই দেশ থাকবে……।।

কোটা বিরোধী তথা তারুণ্যের সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলন নিয়ে শেখ হাসিনার অসাংবিধানিক ও রাষ্ট্রদ্রোহী বক্তব্যে তরুণ প্রজন্মের ৪ কোটি ভোটে সীলগালা …।

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

আমি দ্বিমত প্রকাশ করছি।

আপাতদৃষ্টিতে কোটা দিয়ে বেশি মেধাবীর বদলে কম মেধাবী কিছু লোক সুযোগ পেলেও আমি মনে করি সীমিত আকারে কোটা প্রয়োজন রয়েছে। বিভিন্ন কারণে একটা দেশে সুষম উন্নয়ন হয় না। ফলশ্রুতিতে সমস্ত এলাকার ল‌োকজন একই রকম সুযোগ সুবিধা পায় না। এক এলাকায় যেখানে ১০টা সরকারী স্কুল পেয়েছে, সমান আকার ও জনসংখ্যার অন্য এলাকা পেয়েছে ১টা স্কুল --- অন্যান্য অবকাঠামোগত ব্যাপারও তাই। কাজেই যেখানে সুযোগ বেশি সেখানে মেধাবী বেশি তৈরী হচ্ছে -- এই বৈষম্য থেকে বেরিয়ে আসার জন্য কোটার প্রয়োজন আছে।‌

আজকে যদি একটা অবকাঠামো ফান্ড হয়, তখন মেধাবী হলেও, কর্মকর্তা সুষম বন্টনের বদলে বরং নিজের জেলা/এলাকায় সেই সুবিধাটা নিয়ে যেতে চাইবেন সেটাই স্বাভাবিক। যেই জেলার কর্মকর্তা বেশি সেই জেলাতে সব সুবিধা চলে যাবে -- কোনো চেক এন্ড ব্যালেন্স থাকবে না। মেধাবীরা উন্নয়ন করবে বেশি আর অন্যরা মেধা বিকাশেরই সুযোগ পাবে না -- একটা দেশের উন্নয়নের জন্য এমন ভারসাম্যহীন বন্টন কাম্য নয়।

জাতিসংঘের বিভিন্ন অফিসেও কিন্তু সিদ্ধান্ত গ্রহণে সুষমতা (ইকুইটি) আনার জন্য জনবল নিয়োগে কোটা প্রচলিত আছে। বিভিন্ন দেশের জনসংখ্যার অনুপাতে সেখানে প্রতিনিধিত্বমূলক সংখ্যক চাকুরীজীবি থাকবে -- এমনটাই নিয়ম। যদিও এই কোটা দিয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত নেয়ার পদগুলোর পদায়ন হয় না, কিন্তু সার্বিক ফ্রেশ নিয়োগে - এই ধরণের কোটা বলবৎ আছে; এর ফলেই পিছিয়ে পড়া জনগোষ্ঠিগুলোও জাতিসংঘে তাঁদের কন্ঠের প্রতিনিধিত্ব পায়।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

কোটাপ্রথায় যেভাবে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, সেটাই আমার কাছে ভ্রান্তিপূর্ণ বলে মনে হয়েছে। সরাসরি যুদ্ধ করা ছাড়াও অনেকে নানাভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন, পরিণামে তাঁরা হয়েছেন দুঃস্থ ও অস্বচ্ছল। মুক্তিযোদ্ধাদের শুধু কোটা নয়, রাষ্ট্রীয়ভাবে তাঁদের দায়দায়িত্ব গ্রহণ করা উচিত। এখন সেটা কতো শতাংশের জন্য রাষ্ট্র এই দায়দায়িত্ব গ্রহণ করবে, তার জন্য গবেষণা দরকার, দরকার চাহিদা নিরূপণ। কিন্তু সেটা কোনোমতেই ৩০ শতাংশ হতে পারে না। ৩০ শতাংশের হিসাব ১৯৭২ সালের জন্য ঠিক থাকলেও ২০১৩ সালের জন্য ঠিক নেই।

আমার মতে, দুঃস্থ ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের যাবতীয় দায়দায়িত্ব রাষ্ট্রের গ্রহণ করে কোটাপ্রথায় শুধু দলিত সম্প্রদায়, আদিবাসী ও প্রতিবন্ধিদের অন্তর্ভুক্ত করা উচিত। কাদের জন্য কতো শতাংশ কোটা বরাদ্দ হবে, সেটাও ঠিক করতে হবে গবেষণার মাধ্যমে, কোনো ধারণাগত অবস্থান থেকে নয়।

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

কোটা প্রথার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে ভিডিও ফুটেজ দেখে তাদেকে ভাইভা থেকে বাদ দেওয়া হবে কথাটি কতটুকু ঠিক বা যুক্তি যুক্ত?

সর্বশেষ সম্পাদনা করেছেন শ্রাবন (১৯-০৭-২০১৩ ১৩:০৫)

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

যারা মেধাবী তাদের জন্যে কোটা কোন ব্যাপার নয় ।
যারা কোটা পায় তাদেরো মেধাবী প্রমাণ করে উত্তীর্ণ হতে হয় ।
যারা আন্দোলন করছে তারা কত খানি মেধাবী তা নিয়ে আমার সংশয় আছে ।
মেধাবীদের কোটা কখনো আটকাতে পারে না ।
কোটা তো থাকতেই হবে যারা কোটা দিয়েছে তারা আপনি আমাদের থেকে অনেক বেশী চিন্তা করে ।
কোটা কেন দেয়া এইটা জানেন তো ?
কোটা নিয়ে তারাই আন্দোলন করতেছে যারা বিসিএস পরীক্ষায় জিন্দেগীতেও চান্স পেত না । আমার কিছু ফ্রেন্ড এফবিতে খুব কোটা নিয়ে লেখা লেখি করতেছে । আমি যেয়ে বললাম ... "দোস্ত ... কোটা থাকলে কি না থাকলে কি  তুই তো জীন্দেগীতে চান্স পাইতি না ( মানে মেধাবী না ) ... হুদাই কেন ফেইসবুকের স্পেইস গুলো নষ্ট করিস " ।
প্রমাণ করে দেখান কোন মেধাবী কোটার জন্যে চান্স পায়নি ?
আর কোন কোটা ধারী মেধাবী না হয়ে চান্স পেয়েছে ?
কোটা সংশোধন করা যেতে পারে । যারা বাতিলের দাবী করতেছে ... তাদের মেধা আছে কিনা অদৌ তা নিয়ে আমার সন্দেহ হয় ।

"এজন্য কোটা প্রথা সংশোধণ ও পরিমার্জনের দাবী উঠতে পারে -- বাতিলের দাবী নয়। "
সহমত ।

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

১০

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

একটা কথা কেউ চিন্তা করেন না যে দেশের মোট  জনসংখ্যার মাত্র ২% কোটার মধ্যে পরে কি না তা ও সন্দেহ আছে আর তাদের ৫৫% বরাদ্ধ রাখা হয়েছে চাকরীর জন্য,  বাকি ৪৫% দেশের মোট  জনসংখ্যার  ৯৮% এর জন্য........., কি আজব কান্ড আমাদের দেশে , এখানে অনেকে দেখতেছি কোটার পক্ষে বড় বড় কথা বলতেছেন,  তাদের কি লাজ লজ্জা নাই দীর্ঘ ৪৪ বছর ধরে এই ধরনের বৈষম্য মুলক আচরণ করা হচ্ছে দেশের মোট  জনসংখ্যার ৯৮% এর সাথে ।
মুক্তিযুদ্ধের দালালেরা হুঁশিয়ার সাবধান.....................
আমার কথা
১। মুক্তি যুদ্ধার কোটা চিরতরে বাতিল করা হোক।
২। নারীদের কোটা চিরতরে বাতিল করা হোক।

১। প্রতিবন্ধীর কোটা বাড়ানো হোক।
২।। আদিবাসীদের কোটা বাড়ানো হোক।

১১

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন Noyon90 (১৯-০৭-২০১৩ ২১:৪৬)

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

১৩

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

১৪

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

১৫

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৭

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

১৮

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৯

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে

hit like thunder and disappear like smoke

২০

Re: কোটাপ্রথা নিপাত যাবে, মেধাবীরা মুক্তি পাবে