Re: Windows 8.1 Preview
উইন্ডোজ ৮ অনেক দিন প্রায় ৪ মাসের মত ব্যাবহার করছি।আমার কাছে এটা খুবই ভাল লাগে। উইন্ডোজ ৭ টাও ভাল কিন্ত ৮ এর মজা টা আলাদা।
২৩ ২৭-০৬-২০১৩ ২০:১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৭-০৬-২০১৩ ২০:১৬)
Re: Windows 8.1 Preview
Re: Windows 8.1 Preview
বাশু ভাই , আমি তো প্রায় মাস খানেক আগে ৮.১ এর লিকের লিঙ্ক দিছিলাম । যদিও ৮ প্রিয় কিন্তু যে কাজ করি সেখানে ৮ বিলাশিতা তাই ৭ চালাই।
ট্রান্সসেন্ড কেন ?? আর কত পড়লো ?
Re: Windows 8.1 Preview
২৬ ২৮-০৬-২০১৩ ১৪:২২ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৮-০৬-২০১৩ ১৯:৫০)
Re: Windows 8.1 Preview
Re: Windows 8.1 Preview
ডাউনলোড শেষ। ইন্সটল দিবো।
Re: Windows 8.1 Preview
জানালা ৮.১ এর প্রতি আমার আগ্রহ কম। জানালা ৮ এ ওনেক দু:খ পাইসি। তবুও বাজারে ৫০ টাকায় পাওয়া গেলে কিনব!
জানালা ৮ এ যখন গেলাম তখন মেট্রো এপ গুলা দেখে মাথা খারাপ হয়ে গেছিল। কিন্তু একটাকেও ভাল করে ইউজ করতে পারেনি। মিউজিক নামের যে এপ ছিল তাতে প্লেলিস্ট বানালে পরে তা আর কাজ করত না ! আবার ভিডিও তেও রিতিমত মাথা খারাপ। যাইহোক মেট্রো ইন্টার্নেট এক্সপ্লোরার টা একটু কাজে আসেছিল। ওয়েদার, বিং, ম্যাপও কিছু কিছু কাজে লাগেছিল। আর কি বলব গেলাম অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে মেট্রো এক্সপ্লোরার নামে একটা এপ ভাল লাগল
কিন্তু পাশে ৯৯ ডলার দেখে মন খারাপ
। আর মেট্রো যোদি এত বিখ্যাত, তাইলে ওফিস ২০১৩ মেট্রো বানালো না কেন? মেট্রো যদি কাজে না লাগাতে পারি তাইলে রাখে কী লাভ! চলে এলাম উবুন্টু তে, পাশাপাশি জানালা ৭ রাখেছি (বিপদে কাজে লাগানোর জন্য)
জানালা ৮.১ এর ফুল ভার্শন বাজারে ৫০ টাকায় আসুক ওপেক্ষা করছি
Re: Windows 8.1 Preview
Installed. SO far so good.
#স্টার্ট বাটন যুক্ত করাতে বেশী ভাল লাগছে! ফিলিং কমফর্টেবল
#সকল এপগুলো ডাইরেক্ট স্টার্ট স্ক্রিনে যাচ্ছে না। All App Screen এ যাচ্ছে। সেটা ভাল।
# Big & Small টাইল দুইটা ভাল।
# Pretty fast
৩১ ২৮-০৬-২০১৩ ১৯:৩৬ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৮-০৬-২০১৩ ১৯:৪৯)
Re: Windows 8.1 Preview
Re: Windows 8.1 Preview
থাক। ওপেন হওয়ার পর স্টার্ট স্ক্রিন দেখতে ভালৈ লাগে। ওয়েদারটা দেখা হয়ে যায়।
আর নতুন সিস্টেমটা পছন্দ হয়েছে আগের চেয়ে। যেগুলা দরকার শুধু সেগুলোই স্টার্ট স্ক্রিনে রাখব।
৩৩ ২৮-০৬-২০১৩ ২১:৫৪ সর্বশেষ সম্পাদনা করেছেন রণ_এথিক্যাল হ্যাকার (২৮-০৬-২০১৩ ২১:৫৮)
Re: Windows 8.1 Preview
Re: Windows 8.1 Preview
দিলাম ইনস্টল ... তেমন কোনো ইমপ্রোভমেন্ট পেলাম না ...তার উপ্রে আমার অটো গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল করতে পারে নাই এটা...স্টাট ম্যানু ছাড়াই তো ভালো ছিল
Re: Windows 8.1 Preview
এইটা ভালো লাগছে। প্রতি জায়গায় মাইক্রোসসফট একাউন্ট চায় কেন? এর জন্য কি হটমেইলে আবার আইডি খুলতে হবে? এক্টিভেশন ও আপডেট নিয়ে নিয়ে ঝামেলায় আছি ..কেউ কি গোবাতে হেল্প করবেন?