Re: হাতুড়ে টেকি ডায়েরি (মিন্ট, নপিক্স, জোরিন)
কত বড় লেখা তা না খেয়াল করেই পড়া শুরু করে ছিলাম। যখন লেখার সাইজ খেয়াল করলাম- ভাবলাম এতদুর পড়ে ফেলেছি তাহলে শেষ করেই ফেলি। টপিকের সাথে কিছুটা মিল আছে তাই নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম। আশা করি শামীম ভাই, এই নাদানের লেখা নিজ টপিকে দেখে কিছু মনে করবেন না।
নিজের গত কয়েক দিন যাবত লিনাক্স ইন্সটল করা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। ইন্টারনেটই একমাত্র ভরসা। প্রথমে ল্যাপটপের ডাইনামিক পার্টিশন চেন্স করতে যথেষ্ট কসরত করতে হয়েছিল। এবার লিনান্স মিন্ট অলিভিয়া ৬৪ বিট ডাউনলোড করে ডিভিডি রাইট করলাম। হাতের কাছে কম্পিউটার বলতে শুধু নিজের ল্যাপি। তাই আগে নেট থেকে বিষয় গুলি ঠিক মত বুঝে নিলাম। এর শুরু হলো ইন্সটল করার চেষ্টা।
প্রথমে ইন্সটল করতে গিয়ে মাঝখানে বাংলা লায়নের ইউএসবি মডেমটা কোন কারণে টান দিয়ে খুলে ফেললাম। এরপর যা হলো তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। ইস্টল হওয়া বন্ধ হয়ে - হাবিজাবি লেখা আসলো। শেষে লেখা কার্নেল পিনিক। যা বাবা। গুগল করে যে সম্ভস্যার সমাধান জানব তারও উপায় নেই।
ঠিক আছে। ইন্সটল বাদ দিলাম। উন্ডোজ রান করতে গিয়ে দেখি আর বুট হয় না। নতুন করে জানালা সেটআপ করতে গিয়ে দেখি হার্ডডিস্ক শো করে না। মিন্ট ইন্সটল কেরতে গিয়েও পারছি না। মহা সমস্যা।
যে দোকান থেকে কিনেছি তাদের কাছে নিয়ে গেলাম। প্রথমে কোন ব্যাপার না এখনই ঠিক করে দিচ্ছি কথা বলে কাজ শুরু করার কিছুক্ষণ পর বলে আপনার হার্ডডিস্ক ক্র্যাশ করেছে। ঠিক করার উপায় নেই। কম্পানিতে পাঠাতে হবে। ২১ দিন পরে এসে খোঁজ নেন। যতই উনাদের বলি হার্ডডিস্ক ঠিক আছে, সমস্যা অন্য জায়গায়, কে শোনে কার কথা। পরে উনাদের কাছ থেকে ল্যাপটপ নিয়ে আসলাম। এবার ভাবলাম শাওন ভাইকে কল দেই। পরে ভাবলাম নিজেই একটু চেষ্টা করে দিখি।
অন্য কোন কম্পিউটার ব্যবহার করে যে নেটে উত্তর খুঁজব তাও উপায় নেই। যাই হোক পরে কয়েক বার চেষ্টা করার পর মিন্ট এর ডিভিডি থেকে বুট করতে সক্ষম হলাম। সেখান থেকে সব পার্টিশন ডিলিট করে শুধু মিন্ট ইন্সটল করলাম। লিনাক্স বেসড ওএস ইন্সটল করার প্রথম চেষ্টা ছিল এটি। নেট ব্যবহারের সুযোগ নেই। কমনসেন্সই ছিল ভরসা। ডাটার ব্যাকআপ নেওয়া ছিল। যাইহোক সফল ভাবে মিন্ট ইন্সটল করতে পারলাম।
এরপর আবার জানালার ডিভিডি দিয়ে হার্ডডিস্ক পার্টিশন করলাম চাহিদা মত। জানালা ৮ বাদ দিয়ে আবার ৭ এ ফেরত আসলাম। তারপর আবার নির্দিষ্ট ড্রাইভে মিন্ট ইন্সটল করার চেষ্টা করলাম। এবারও নেট কানেক্ট করতে পারেনি বলে মডেম খুলে রাখলাম। আবার কার্নেল পিনিক। এবার বুঝলাম মডেম খুলার জন্য (সম্ভবত) এটা হচ্ছে।
তবে এবার খুব বেশি ঝামেলা হয়নি। জানালা বুট করার যাচ্ছিল। পরের চেষ্টায় আবার লিনাক্স মিন্ট ওলিভিয়া ইন্সটল করলা। ৬৪ বিট। কিন্তু কিছুতেই ইউএসবি মডেম কানেক্ট করতে পারছি না। কোন কিছুই শো করে না। পরে আবার জানালা থেকে গুগল করে জানতে পারলাম। ৬৪বিটে ইউএসবি মডেম কানেক্ট করার কোন উপায় নেই (সম্ভবত)।
মেজাজ একটু খারাপই হলো। কাছে উবুন্টুর একটা ভিভিডি ছিল। ৩২ বিট। মিন্টের জায়গায় সেটা ইন্সটল করলা। এখানে আবার অন্য সমস্যা। রুট বাদে অন্য ড্রাইভ শো করছে না অথবা আমি খুঁজে পাচ্ছি না। জানালায় এসে গুগল করে জানলাম এনটিএফএস ফাইল দেখার জন্য বিশেষ কিছু করার প্রয়োজন।
যাইহোক আগে নেট কানেক্ট করা দরাকার। ফোরামে শাওন ভাইয়ের টপিক থেকে প্রজনীয় নির্দেশনা পেন ড্রাইভে নিয়ে উবুন্টুতে প্রবেশ করতেই দেখি পেন ড্রাইভ শো করছে। সেখানে ক্লিক করার পর দেখি সব ড্রইভই দেখা যাচ্ছে। কোথা থেকে কি হলো জানি না।
নেট কানেক্ট করা হয় নি। জরুরী প্রয়োজনে বাইরে যেতে হয়েছিল। আজ রাতে চেষ্টা করব।
মুল সমস্য হচ্ছে কাছে অন্য কোন কম্পিউটার ব্যবহারের সুযোগ নেই। সেটা থাকলে বিষয়টা অনেক সহজ হয়ে যেত। আপাতত উবুন্টুই ব্যবহার করব। মিন্ট এত সেনসেটিভ (মডেম খুললেই ...) যে আর ব্যবহার করার সাহস পাচ্ছি না। নাকি এখানে আমার জানার কোন ভুল আছে?
লিনাক্সই ব্যবহার করতে চাই। আশা করি পারব।
[লেখাটা টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে মডুদের অনুরোধ করছি ডিলিট করে দিতে।]
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"