টপিকঃ মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
ইদানীং ধর্মীয় নানান বিষয় নিয়ে মাহমুদ রাব্বির টপিকগুলো সাধারণ সদস্যদের জন্য চূড়ান্ত বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছিলো। তাছাড়া পরিষ্কার করে বোঝানোর পরেও সে ''ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস' নামক টপিকে অন্য ধর্মাবলম্বীদের নিয়ে আপত্তিকর কথা বলেছে। তাকে সুযোগ দেয়া হয়েছিলো রিলিজিয়াস ট্রলিং থেকে সাবধান থাকার জন্য। কিন্তু সেটা সে মানতে স্পষ্টতই অপারগ হচ্ছে। তবুও তাকে ২ সপ্তাহের সাময়িক ব্যন করে আরেকটা সুযোগ দেয়া গেলো। আশাকরি নিজের ভুল-ত্রুটিগুলো বুঝতে পারবেন। অন্যের ধর্মকে আঘাত করে কিছু বলা থেকে বিরত থাকুন। সবার ধর্মবিশ্বাসকে শ্রদ্ধা করুন। ধন্যবাদ।
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।