টপিকঃ ম্যাকে উইন্ডোজ দেওয়া নিয়ে প্রশ্ন
আমার ম্যাকবুকে (A1280) আবার সেভেন ইন্সটল দিব ( ৮ বারের মত )। অন্য একটি ম্যাক বুকে (আর্লি ২০১০) ৭ দিয়েছি স্টাবল ৬/৭ মাসে কোন সমস্যা নাই.........কিন্তু আমার নিজেরটাতেই আন স্টেবল।
সমস্যাটা ডিটেইল বলি ধরেন আমি বুট ক্যাম্পে এক্সপি/সেভেন দিলাম। একবার রিস্টার্ট নিলো দেন স্নো লিওপার্ড (১০.৬.৬) ডিস্ক থেকে ড্রাইভার দিলাম।আবার রিস্টার্ট নিলো সাইন্ড গ্রাফিক্স সব ওকে। এখন এভাবে চালানোর পর এটা রিস্টার্ট দিলে অন হবার সময় উইন্ডোজ লোগো পর্যন্ত এসেই ব্লু স্কিন ডেথ।
তখন সিচুয়েশন এমন হয়, ম্যাক পায় না ( হয়ত alt প্রেস করলে অপশন আসত, যেটা আমি জানতাম না)
ফলে আমি প্রথম থেকে সেই স্নো লিওপার্ড (১০.৬.৬) ডিভিডি দিয়ে ম্যাক সেটআপ দিতাম। ফ্রেস ইনস্টলের চক্করে পুরা হাড্ডি ফরম্যাট মারতাম...
আর কেনার পর থেকেই এটার ৩২০ জিবি মিলে একটাই ড্রাইভ...
উপরের ঘটনা সবই আমার স্নো লিওপার্ড (১০.৬.৬) ইউজের সময়ের ঘটনা
এত গল্পের সারমর্ম হল
আমি সহজে কিভাবে হাড্ডি কে পার্টিশন করব?? আমার এই ৩২০ জিবিতে কতটি ও কত গিগা করে পার্টিশন করা স্বাস্থ্যসম্মত হবে??
এখন এই ম্যাক ও উইন মিলে কত টুকু রাখব??
বুট ক্যাম্প ছাড়া ভালো কোন সফট নেই?
এবং এই ৭ দিতে গিয়ে এই ব্লু স্ক্রিনের কারন ও সমাধান কী?? (বেশি সময় ধরে দেখায় না, ফলে বুঝতে পারিনি)
আমি এখন মাউন্টেন লায়ন ইউজ করি, এখন আবার সাহস করে বেল তলাতে যেতে চাচ্ছি। তাই এবার যাতে বিফল হলেও একটি পার্টিশন যায়, বাকি ঠিক থাকে এমন ব্যবস্থা চাই......
৭/৮ দেবার পর ড্রাইভার কোথায় পাব?? মাঃলাঃ এর কোন ডিস্ক নেই আমার কাছে ( হয়ও না, তারা অনলাইনে বেচে...)
আমি কি এই স্নোঃলিঃ ১০.৬.৬ এর ডিভিডি ই এই কাজে ব্যবহার করতে পারব??
এছাড়া সারিম ভাইকে যদি কুরিয়ারে পাঠাই উনি এটার সব সম্যস্যা সলভে রাজি আছেন কি না ( আমার কাছে আগের কিছু পাওনা আছে সেটাও নিচ্ছেন না )
এক্সট্রা কিছু জানাতে চাইলেও ওয়েলকাম