টপিকঃ বাংলাদেশের রাজধানীর নাম কী?
আমি সাধারণ একাধিক উইন্ডো খুলে কাজ করি। ফোরামে ঢুকার সময় 'নতুন পোস্ট করা টপিকগুলো' ব্রাউজারে বুকমার্ক করা আছে। পৃষ্ঠাটি লোড হবার পর যে যে টপিক আমার কাছে আকর্ষণীয় বা প্রয়োজনীয় মনে হয়, সবগুলো ভিন্ন ভিন্ন ট্যাবে ওপেন করে পড়তে থাকি, কমেন্ট করি কিংবা অন্য কাজ করি। দেখা যাচ্ছে, ফোরামের ক্ষেত্রে দুটোর বেশি ট্যাব খোলা রাখলেই কমেন্ট করার পর 'বাংলাদেশের রাজধানীর নাম কী' জিজ্ঞাসা করে। এই উত্তর দিতে দিতে অতিষ্ঠ। এর কি কোনো সমাধান আছে?