টপিকঃ গুগল ডেস্কটপ সার্চের বিকল্প
গুগলের ডেস্কটপ সার্চ সফটওয়্যারটি আমার অন্যতম ফেভারিট একটি সফটওয়্যার ছিল কিন্তু ২০১১ সালের পর থেকে তারা এর সার্ভিস বন্ধ করে দেয়। এর সুবিধা ছিল একবার ইনডেক্সিং হয়ে যাওয়ার পর যে কোনো ফাইল বা ফোল্ডার খুব সহজে খুঁজে বের করা যেত। যেহেতু আমার ল্যাপিতে প্রচুর ফাইল ও ফোল্ডার আছে, এবং মাঝেমাঝে এগুলো খুঁজে পেতে খুব সমস্যা হয়, তাই ভাবছিলাম গুগল ডেস্কটপ সার্চের বিকল্প কোনো কিছু পাওয়া যায় কিনা। আপাতত এটা http://www.voidtools.com/ পেলেও মনে হচ্ছে এটা গুগল ডেস্কটপ সার্চের মতো শক্তিশালী কিছু হবে না কারণ এটা ফাইলের ভিতরে কী আছে তা পড়তে পারে না। অন্যদিকে গুগল ডেস্কটপ এতোটাই শক্তিশালী ছিল যে, ফাইলের ভেতরকার কোনো শব্দের সঙ্গে ম্যাচ করলেও তা প্রদর্শন করতো। আপনারা কি কেউ এ ধরনের ডেস্কটপ সার্চ ব্যবহার করেন? কোনটা ব্যবহার করেন? পরামর্শ কাম্য।