টপিকঃ টিকিটাকা নাকি প্রেসিং ফুটবল?! (ব্রাজিল ৩- স্পেন ০)

Re: টিকিটাকা নাকি প্রেসিং ফুটবল?! (ব্রাজিল ৩- স্পেন ০)

তাই তো মনে হয়  crying crying crying crying  (স্পেন)।

Re: টিকিটাকা নাকি প্রেসিং ফুটবল?! (ব্রাজিল ৩- স্পেন ০)

স্প্যানিশ প্রিমিয়েরার একজন অ্যাভারেজ মানের স্ট্রাইকার ইপিএলে খেলতে আসতে চায় না। কারণ স্প্যানিশ প্রিমিয়েরায় ডিফেন্ডাররা বল চার্জ করে দেরীতে। অনেক ক্যাতরাক্যাতরী করার টাইম দেয়। ইপিএলে এত কিছু করার টাইম দেয় না ডিফেন্ডাররা। তার আগেই মাইর! আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লীগ লাগে আইরিশ লিগ। খালি ডিফেন্ডাররা না, মাঠ জুড়ে সবাই খালি স্লাইডিং ট্যাকেল এর মাইরের উপর থাকে nailbiting

টিকিটাকা দেখতে তখনই বিরক্ত লাগে, যখন দেখি যে স্পেনের প্লেয়াররা শুধুমাত্র ডিবক্সে ঢুকে ক্লিয়ার শট নিতে পারছেনা দেখে বল ঘুরিয়ে আবার ডিফেন্সে নিয়ে যায়!! ডিবক্সের বাইরে থেকে শট নিতে তাদের এতো অনিহা কেন আল্লাহই জানে। এ জিনিসটা যদি অ্যাড করা যায়, তাহলে ফলাফল স্পেনের পক্ষেও যেতে পারতো। ঠিক এ কারণেই গার্দিওলাকে ভালো লাগে।

টপিক খুবই ভালো লেগেছে। তবে এ ধরনের টপিকের কদর প্রজন্মে বরাবরই কম।

রাবনে বানাদি ভুড়ি :-(

Re: টিকিটাকা নাকি প্রেসিং ফুটবল?! (ব্রাজিল ৩- স্পেন ০)

এমননা যে স্পেন এই প্রথম প্রেসিং ফুটবল এর বিপক্ষে খেললো। কালকের দিনটা যাস্ট খারাপ একটা দিন গিয়েছে। নতুন একটা রাইটব্যাক, ডাবল পাইভট, ভালো একটা ফ্রন্টলাইন আর ইনিয়েস্তা বেজড একটা সিস্টেম দিয়ে স্পেন আগামী বিশ্বকাপটাও জিততে পারবে।

টিকিটাকাই যে সেরা এটা স্পেন আরো অনেক দিন প্রমাণ করে যাবে।

Re: টিকিটাকা নাকি প্রেসিং ফুটবল?! (ব্রাজিল ৩- স্পেন ০)