Re: বাইসাইকেল এর খুচরা যন্ত্রাংশ এবং টুলস এর লিস্ট
তাহসান কাব্য তার মাডগার্ডের ছবি দিলে বুঝতে পারবেন।
তাহসান কাব্য, নতুনটা কিনলেন কবে? পুরাতন যে মটোম্যাক্স টা ছিল সেটা না চুরি হয়ে গিয়েছিল।
আলসেমী করে ছবি তোলা হয় না।দেখি ছবি দিব নে। মটোম্যাক্স চুরি হয়েছিল হ্যা।নতুন কিনেছি টুইস্ট। ২৮ দিনের মত হল। অস্থির একটা বাইক। কিন্তু স্টান্টবাজী করতে গেলে বাশ। ফ্রেম খুব ভাল লেগেছে এটার। হালকা কিন্তু শক্ত।