দক্ষিণের-মাহবুব লিখেছেন:ফিক্স ইট কি বাংলাদেশী কোন দোকান?
আমি ল্যান্সার এর স্ক্রু ড্রাইভার ব্যবহার করি। খুব ভালো মানের। দামও বেশী না। বড় সাইজের নাট খুলতে কি ব্যবহার করেন? রেঞ্চ? আমার একটা সেট কেনা দরকার। টিউব লিক কিভাবে ঠিক করতে হয় সেটা শিখতে পারলে কোন মেকানিক এর কাছে আর যেতে হবে না।
দোকানটা বাংলাদেশি। গুলশানে অবস্থিত। কিন্তু কোম্পানি বিদেশী। অবশ্য ওরা অনেক কোম্পানির টুলই বিক্রি করে। ওদের ওখানে টাইটেনিয়াম কোটেড টুলও পাওয়া যায়। অবশ্য আমি শুধু ড্রিল বিট দেখেছি। স্ক্রু ড্রাইভার পাইনি।
গুগল ম্যাপসে "Fix It, Dhaka, Dhaka Division, Bangladesh" সার্চ করলেই লোকেশন পেয়ে যাবেন।
আমার কাছে হার্ডওয়্যারের দোকান থেকে কেনা প্লাম্বাররা যে রেঞ্জ ইউজ করে সেগুলো আছে। ৮ ইঞ্চি সাইজ। ঘরের সকল কাজই করা যায়। এটা ছাড়া ফিক্সড কিছু রেঞ্জ আছে। খাট কিনলে যেগুলো দেয় সেগুলো। তবে আমার টেলিস্কোপের সাথে দিয়েছে। খুবই ভাল জিনিষ। আর রেঞ্জ দুটো থাকা ভাল। একটা বড় আরেকটা ছোট।
সেট না কিনে ভাল জিনিষ একটা বা দুটা কিনুন। সেট কিনলে বেশির ভাগ জিনিষই কোন কাজে আসে না। আর সেটের জিনিষ বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয়। অবশ্য একসেটে যদি ৪-৬ টা টুল থাকে তাহলে ঠিক আছে। এর বেশি হলে সাধারণত ভাল হয় না।