টপিকঃ ফুল সুখের ফুল দেখে হবিনে ব্যাকুল
ফুল সুখের ফুল দেখে হবিনে ব্যাকুল
ফুল ভালবেসে আমি করেছি যে ভুল (২বার)
প্রভাতে ফুটে ফুল সাজে যায় ঝরে
মাঝখানে মিছেমিছি আমি যাই মরে (২বার)
ছুতে যাস যদি ফুল কাটা যাবে গেথে
কষ্ট হবেরে বড় তোর পরানেতে (২বার)
প্রভাতে ফুটে ফুল সাজে যায় ঝরে
মাঝখানে মিছেমিছি আমি যাই মরে (২বার)
তুলে নিস যদি ফুল খুব ভালবেসে
সুভাসে লুটাবে না মুছকি হেসে (২বার)
প্রভাতে ফুটে ফুল সাজে যায় ঝরে
মাঝখানে মিছেমিছি আমি যাই মরে (২বার)
ফুল সুখের ফুল দেখে হবিনে ব্যাকুল
ফুল ভালবেসে আমি করেছি যে ভুল (২বার)
প্রভাতে ফুটে ফুল সাজে যায় ঝরে
মাঝখানে মিছেমিছি আমি যাই মরে (৩বার)