টপিকঃ সেভারাসকে চূড়ান্ত সতর্কবার্তা
সেভারাসের 'স্বতপ্রবৃত্ত মডুগিরি' -ই দেখছি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সেভারাস, এইবেলা শুধরে যাও। মানুষের ভুল ধরে উত্যক্ত করাটা বন্ধ করো। কে, কী করবে না করবে, সেজন্য আমরা আছি। ফোরাম সংস্কারের দায়িত্ব তোমার কাঁধে না নিলেও চলবে। এবং স্পষ্টতই সিংহভাগ সদস্য এটা পছন্দ করছেন না। সবাই যে তিতিবিরক্ত, এটা বুঝতে মহাজ্ঞানী হওয়ার দরকার নেই! আর যদি মনে করো, এরকম ছাড়া তোমার আর কোনো স্বাভাবিক পোস্ট আসে না, তাহলে বলবো, কিছুদিন পোস্ট করা বাদ দাও। কিংবা অন্য ফোরামে দেখতে পারো, যেখানে অহেতুক ছিদ্রান্বেষণকে গলায় মালা দিয়ে বরণ করে নেয়া হবে। উটকো মন্তব্য করে সদস্যদের টপিক কিংবা মন্তব্য করার স্বাভাবিক ইচ্ছাটাকে আমরা হারাতে দিতে চাই না। কিছুদিন বিশ্রাম নাও। আর কোনো টপিকে সূত্র নিয়ে কিংবা ক্যাচাল করার মানসিকতা নিয়ে কিছু বললে আমরা বাধ্য হবো চিরস্থায়ী ব্যন করতে। একদম শুরুর দিককার একজন পুরোনো সদস্য হিসেবে আমরা চাই না, তুমি হারিয়ে যাও। কিন্তু মাত্রাবোধ ফিরে না পেলে আমাদের বাধ্য হতেই হবে। আমি হুট করে কাউকে ব্যান করি না। সুযোগ দেই। বোঝানোর চেষ্টা করি। তোমাকেও সেটা দেয়া গেলো। আর ফোরামিক হিসেবে তোমার মন্তব্য করার অধিকার নিয়ে বেশি ভাবতে যেও না। আমরা রক্ষক হিসেবে বৃহত্তর স্বার্থে সে অধিকারও খর্ব করার অধিকার সংরক্ষণ করি। আশা করি পরিষ্কার হয়েছে ব্যাপারটা। ভালো থেকো। অহেতুক ছিদ্রান্বেষণকে 'না' বলবে আশা রাখি। সুস্থ ফোরামিং -এর জয় হোক। ধন্যবাদ।
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।