টপিকঃ হারিয়ে যাওয়া কিছু দেশীও হিসাব পদ্ধতি

আমি আজ হিসেব প্রক্রিয়ার কিছু ধাপ আপনাদের মাঝে আলচনা করব যা আমাদের পূর্ব পুরুষরা ব্যবহার করত। কিন্তু আধুনিক হিসেব ধারার কাছে মার খেয়ে আজ সে গুলি  হারিয়ে গেছে। তবে এখন গ্রামের মানুষেরা এর কিছু  কিছু ব্যবহার করে বিভিন্ন কাজে। big_smile

১। কড়াকিয়াঃ ১ কড়া            (।         পোয়া গন্ডা
২। গন্ডাকিয়াঃ ১ গণ্ডা            (১   
৩। বুডিকিয়াঃ ১ বুডি            (৫         গণ্ডা
৪। পয়সা বিভাগঃ ১ পয়সায়      (৫         গণ্ডা
৫। দশকিয়াঃ ১ দশকে           (১০       গণ্ডা
৬। পনকিয়াঃ ১ পণ              /o
৭। চৌকিয়াঃ ১ চৌক                   ।o yahoo
৮। কাচ্চাকিয়াঃ ১ কাচ্চা          (৫         গণ্ডা
৯। ছটাকিয়াঃ ১ ছটাক            //o
১০। সেরকিয়াঃ ১ সের           /১
১১। কাঠাকিয়াঃ ১ কাঠা          /১   
এই হারিয়ে যাওয়া হিসাব গুলি অনেকে জানতে পারেন। আমি এই হিসেব গুলি জানার চেষ্টা করছি।  notlistening

hairpull        ( এটি গণ্ডার চিহ্ন।(১ হল এক গণ্ডা, (৫, কে পড়তে হবে পাঁচ গণ্ডা। সাধারণত ধান এর আঁটি এবং বিচুলি বা খড় এর আঁটি গুনতে "পণ" ব্যবহার করা হয়।আর ১ পণ কে লিখা হয় /০ দিয়ে। মাটি কাটার হিসেবের প্রাচীন পদ্ধতি হল "চৌকা" । আর এক চৌকাকে প্রকাশ করা হয় ।০ দিয়ে। ছটাক ব্যবহার করা হয় ওজন করার ক্ষেত্রে। ১ ছটাক = ৫৮ গ্রাম। আর এক ছটাক কে প্রকাশ করা হয় //০ দিয়ে। সের এর সঙ্গে কলে কম বেশি পরিচিত। ১ কেজি = ১.০৭ সের। আর সের এর প্রকাশ করা হয় / চিহ্ন দিয়ে । /১০ = দশ সের। কাঠা তো সকলেই  বুঝেন। /২ = দুই কাঠা। ৪ বর্গ হাত বা ৪ গণ্ডা =১ বর্গগজ, ৮০ বর্গগজ = ১ কাঠা বা ৭২০ বর্গফুট,২০ কাঠা বা ১৬০০ বর্গগজ = ১ বিঘা।  dontsee

গোলাম মাওলা , ভাবুক, সাপাহার, নওগাঁ

Re: হারিয়ে যাওয়া কিছু দেশীও হিসাব পদ্ধতি

ভালো
এখন কেউ ২+২ ও করেনা, ক্যালকুলেটর আছে না!!!

Re: হারিয়ে যাওয়া কিছু দেশীও হিসাব পদ্ধতি

ধন্যবাদ।এসব হিসাব একবারেই বুঝি না sad

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: হারিয়ে যাওয়া কিছু দেশীও হিসাব পদ্ধতি

কিন্তু অনেক কাজে লাগে এগুলি । ধানের মৌসুমে বাঝে মাঝে বাড়ি থাকা হলে বাবা অনেক সময় আইধারদের ধান গুনতে জমিতে পাঠান । আমি গুনি সাধারন ভাবে । এসে বলি ৮০০ আঁট। বাবা তখন এগুলিকে আবার  পনে হিসেব করে লিখে রাখে।  sick

গোলাম মাওলা , ভাবুক, সাপাহার, নওগাঁ

Re: হারিয়ে যাওয়া কিছু দেশীও হিসাব পদ্ধতি

এইরকম লেখাই চাই thumbs_up clap

Re: হারিয়ে যাওয়া কিছু দেশীও হিসাব পদ্ধতি

এসব হিসাব একবারেই বুঝি না ।ধন্যবাদ শেয়ার করার জন্য । dancing

Re: হারিয়ে যাওয়া কিছু দেশীও হিসাব পদ্ধতি

জিবনে প্রথম এরকম হিসাব দেখলাম

এখানে কি লিখতে হবে

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: হারিয়ে যাওয়া কিছু দেশীও হিসাব পদ্ধতি

১। কড়াকিয়াঃ
২। গন্ডাকিয়াঃ
৩। বুডিকিয়াঃ
৪। পয়সা বিভাগঃ
৫। দশকিয়াঃ 
৬। পনকিয়াঃ
৭। চৌকিয়াঃ
৮। কাচ্চাকিয়াঃ
৯। ছটাকিয়াঃ
১০। সেরকিয়াঃ       
১১। কাঠাকিয়া
হিসেব গুলি র ডীেলস আমি দেওয়া শুরু করব , আমার পরীক্ষা শেষ হলেই  big_smile

গোলাম মাওলা , ভাবুক, সাপাহার, নওগাঁ