টপিকঃ যে যে মাস যত দিনে হয়
যে যে মাস যত দিনে হয়
তিরিশ দিনেতে হয় মাস সেপ্টেম্বার
তেমনি এপ্রিল , জুন, আর নভেম্বর ।
আটাশ দিনে ফ্রেব্রুয়ারি ধরে,
একদিন বাড়ে তার চতুথ বছরে।
অবশিষ্ট সাত মাস একত্রিশ দিনে,
জানিবে ইংরেজি মাস এইরূপে গুনে।
এই ভাবে মাস এর হিসেব গুলি কে কে শিখছে। ছোট বেলা খুব কষ্ট হয় ছে না কোন মাস কত দিনে মনে রাখতে। আমি অবশ্য হাত মুঠি করে গিট গুনে মনে রাখতাম কোন মাস কত দিনে। উচু ৩১ দিন নিচু ৩০ দিনে , শুধু ফেব্রুয়ারি মাস ২৮ দিন এবং লিপিয়ার হলে ২৯ দিনে।