Re: ম্যাক ওএস(হ্যাকিন্টোশ) পিসিতে ইন্সটল করতে চাই
এক্সটেন্ডে এ শুধু লজিকাল পার্টিশন করা যায় , প্রাইমারি করা যায় না।
এই জিনিসটাই আগে জানতাম না। EASEUS এ ঠিকই এগুলাকে প্রাইমারী দেখায় দেখে ধন্ধে পড়ে গিয়েছিলাম। পরে Diskpart দি্যে দেখি এই কাহিনী।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » ম্যাক ওএস(হ্যাকিন্টোশ) পিসিতে ইন্সটল করতে চাই
এক্সটেন্ডে এ শুধু লজিকাল পার্টিশন করা যায় , প্রাইমারি করা যায় না।
এই জিনিসটাই আগে জানতাম না। EASEUS এ ঠিকই এগুলাকে প্রাইমারী দেখায় দেখে ধন্ধে পড়ে গিয়েছিলাম। পরে Diskpart দি্যে দেখি এই কাহিনী।
sunmad লিখেছেন:আচ্ছা, আমার পিসিতে ম্যাক 10.8.3 সাপোর্ট করবে কিনা একটু বলুন তো:
আপনার পিসি ম্যাক কন্পিটেবল কিনা নিচের এই ছোট্ট সফ্টওয়্যার দ্বারা চেক করে নিতে পারেন । সফ্টটি রান করানোর জন্য পিসিতে জাভা ইনষ্টল করা থাকতে হবে ।
Check your PC - MAC compatibility>
http://files.osx86.net/downloads.php?do … ef2cbcc7d8
এটা দিয়ে কিভাবে ম্যাক কমপ্যাটিবিলিটি চেক করব বুঝতে পারলাম না।
এটা দিয়ে কিভাবে ম্যাক কমপ্যাটিবিলিটি চেক করব বুঝতে পারলাম না।
এটা চালালে এরকম একটা স্ক্রিণ পাবেন। মেজর কোন কম্পোনেন্টে যদি ":(" দেখায় তবে আশা মোটামুটিভাবে বাদ দিতে পারেন।
sunmad লিখেছেন:এটা দিয়ে কিভাবে ম্যাক কমপ্যাটিবিলিটি চেক করব বুঝতে পারলাম না।
এটা চালালে এরকম একটা স্ক্রিণ পাবেন। মেজর কোন কম্পোনেন্টে যদি ":(" দেখায় তবে আশা মোটামুটিভাবে বাদ দিতে পারেন।
দেখুন তো আমার পিসিতে হ্যাকিন্টোশ সাপোর্ট করবে কিনা:
দেখুন তো আমার পিসিতে হ্যাকিন্টোশ সাপোর্ট করবে কিনা:
ফোরামের সারিম ভাই / সাইফ দা বস ভাইকে ধরেন (সাইফ দা বস ভাইয়েরতো মনেহয় হ্যাকিন্টোশ নিয়ে একটা টিউটো ই আসে)। আমি একবার ট্রাই করে পারিনাই, আর গুতাগুতিও করি নাই, আগ্রহ উবে গেসে।
তবে আশা আছে। খুব সম্ভবত কয়েকটা টুইক করা লাগতে পারে। ব্যাকআপ নিয়ে একটা ট্রাই দিতে পারেন।
দেখুন এখানে
দেখুন এখানে
আমি এই ভার্সনটা পিসিতে সাক্সেসফুলি ইন্সটল করেছি। কিন্তু এটি ঠিকমত স্টার্ট হেচ্ছেনা। অ্যাপল লোগোটি লোডিং হতেই থাকে, আর কিছু আসেনা। পিসি রিস্টার্ট হলেও একই সমস্যা। উপরন্তু আবার উইন্ডোজ ৮ এ ’ব্লু স্ক্রিন অফ ডেথ’ দেখিয়ে পিসি বারবার রিস্টার্ট হয়। এজন্য বায়োস সেটিং আবার চেঞ্জ করতে হয়েছে। তারপর উইন্ডোজ অটোমেটিক রিপেয়ার করে আগের একটি তারিখে রিস্টোর করতে হয়েছে। এখন কি করা যায় এ ব্যাপারে পরামর্শ দিন।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » ম্যাক ওএস(হ্যাকিন্টোশ) পিসিতে ইন্সটল করতে চাই
০.০৬২৯০১০২০০৫০০৪৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮২.৭৩৪৭৭৯১৯৫৩৭৯ টি কোয়েরী চলেছে