টপিকঃ আহা এমন করে যদি সে বলতো সরি........
আহারে.......
এমন করে যদি বলতো
সে সরি
প্রেমের বাতাস বইতো
ঝিরি ঝিরি ।
সুখে ভরা থাকতো
আমার বাড়ি ।
ভালবাসা থাকতো
হৃদয় জুড়ি ।
এই মেঘ এই রোদ্দুর
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আহা এমন করে যদি সে বলতো সরি........
আহারে.......
এমন করে যদি বলতো
সে সরি
প্রেমের বাতাস বইতো
ঝিরি ঝিরি ।
সুখে ভরা থাকতো
আমার বাড়ি ।
ভালবাসা থাকতো
হৃদয় জুড়ি ।
পেইন্ট আর্ট এতো সুন্দর !!
পেইন্ট আর্ট এতো সুন্দর !!
হুম
আহারে.......
এমন করে যদি বলতো
সে সরি
তাইলেতো দুনিয়ার অর্ধে সমস্যা এমনিই মিটে যেত। যাহোক ছড়া এবং আঁকা দুটাই ভাল হয়েছে।
আহা...ওয়ানওয়্যে স্যরির কত শখ ছবিপুর
লেখা,আর্ট দুটোই ভালো লাগলো
ছেলের ডান কাঁধে কি সমস্যা
পেইন্ট এবং কবিতা ভালো হয়েছে +++++
ছেলের ডান কাঁধে কি সমস্যা
ডান কাঁধ ছবি ভাই ভেনেটি ব্যাগ দিয়ে পিটায়ে , বাঁকা করে ফেলেছে তাইতো বেচারা সরি বলছে
ছবিপু কাহিনীকি বলেন তো!!!
বাধ্য করেন। মেয়েদের তো অনেক ক্ষমতা! স্যরি না বলে যাবে কোথায়
অংকন চমতকার হয়েছে। অনেকদিন পেইন্টে কিছু আঁকি না।
আমি ছড়া-কবিতার এলাকা এড়িয়ে চলি সাধারণত। কিন্তু ছবি'পা তো মাথা ঘুরিয়ে দিলেন।
আপিকে এখানেও পেয়ে গেলাম!!!! আর কোন ব্লগে লেখেন আপি??
আপু বলবে,,,,নিশ্চয়ই একদিন বলবে,,,,বলতেই হবে,,,,:):)
SORRY বলবেই!!! MUST বলবে... এবং ২৪ ঘন্টার মধ্যেই বলবে....ইনশাল্লাহ!!!!
ছবিটার মধ্যে কোনো ভালো জিনিষ দেখলাম না, দুজনকেই দেখতে কেমন যেনো অস্বাভাবিক লাগলো
এখানে সবাইতো আর সেই অর্থে প্রফেশনাল নন, বেশিরভাগই শখের বশে, ভালোলাগার জন্য ছবি আঁকেন, তোলেন বা গল্প-কবিতা কিম্বা ছড়া লেখেন৷ সবারই সবকাজ যে অসাধারণ হবে সেটা আশাকরা উচিত নয়৷ ভুল-ত্রুটি ধরার সাথে সাথে উত্সাহ দিলে কিন্তু আরো ভালো কিছু পাব তাই না৷
আর পেন্টে আঁকা সব থেকে শক্ত মনে হয় আমার৷ আমি কোন রাস্টার গ্রাফিক্স অ্যাপ্লিকেশনে সোজা দাগই টানতে পারি না৷
এখানে সবাইতো আর সেই অর্থে প্রফেশনাল নন, বেশিরভাগই শখের বশে, ভালোলাগার জন্য ছবি আঁকেন, তোলেন বা গল্প-কবিতা কিম্বা ছড়া লেখেন৷ সবারই সবকাজ যে অসাধারণ হবে সেটা আশাকরা উচিত নয়৷ ভুল-ত্রুটি ধরার সাথে সাথে উত্সাহ দিলে কিন্তু আরো ভালো কিছু পাব তাই না৷
আর পেন্টে আঁকা সব থেকে শক্ত মনে হয় আমার৷ আমি কোন রাস্টার গ্রাফিক্স অ্যাপ্লিকেশনে সোজা দাগই টানতে পারি না৷
শখের বসে আঁকেন ঠিক আছে। কিন্তু তাই বলে কাঁধ থেকে মাথার এমন অদ্ভুত উচ্চতা দেখলেই তো খারাপ লাগে। আপনি ছেলেটার সাথে মেয়েটার কম্পেয়ার করে দেখেন, বুঝবেন মেয়েটার অঙ্কন একেবারেই বাজে হয়েছে। আপনি প্রফেশনাল না বলে নিজের ছবি তুলে (বিভিন্ন পোজে) সেটাকে যদি মডেলিং নাম করণ করেন তাহলে কি সেটা যথার্থ হবে?
হা হা হা সেভারাস ইস ব্যাক। বাচ্চা-কাচ্চা সব ভয়ে ঘুমিয়ে পড়েছে!
যাহোক, এখানে সেভারাসের বলার মধ্যে হয়তো টেকনিক্যালি কোনো ভুল নেই! সবাই ভালো বলছি বলে সবার যে সেটা পছন্দ হবে, এমন কোনো কথা নেই। ইন ফ্যাক্ট, সেভারাস বলার পর খেয়াল করলাম, আসলেই উচ্চতা একটু বেশিই হয়ে গেছে! তবে, সেভারাসের বলার ধরণটা ভালো না। সমালোচকদের চাঁচাছোলা হতেই হবে, এটা কোনো কথা না। সেভারাসকে অসংগতিগুলো দেখিয়ে দেয়ার সাথে সাথে একটু নমনীয় এবং বিনয়ি হতে পরামর্শ দেয়া যাচ্ছে। কথাটাকে এভাবে বলা যেত - 'ছবিটার মধ্যে একটু অসংগতি দেখতে পেলাম। দু'জনকেই দেখতে কেমন যেন অস্বাভাবিক লাগল। কাঁধ থেকে মাথার এমন অদ্ভুত উচ্চতাটা একটু খেয়াল করবেন? ছবিটা দরকার হলে আবার আঁকেন। ইত্যাদি।
এভাবে বললে মনে হয় মাইন্ড করবেন না। ধন্যবাদ।
সেভারাস, বি কেয়ারফুল যা বলছো সেটা নিয়ে, কেমন? ধন্যবাদ।
ছবিটার মধ্যে কোনো ভালো জিনিষ দেখলাম না, দুজনকেই দেখতে কেমন যেনো অস্বাভাবিক লাগলো
তাই! মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ
প্রজন্ম ফোরাম » চারুকলা » আহা এমন করে যদি সে বলতো সরি........
০.০৭১৭৩৮০০৪৬৮৪৪৪৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৯৫৫৫০৫৮০১১০৪ টি কোয়েরী চলেছে