টপিকঃ সরকারী, বেসরকারী ও ব্যাংকের সার্কুলার এখানে পোষ্ট করুন
এই কর্ম খালি আছে বিভাগটি চারকরীর জন্য হলেও কাজের টপিক খুব কম।
আমার মনে হয় এখানে অনেকেই চাকরী খুজছেন বা বেটার জবে সুইচ করবেন। আবার অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তারা বলতে পারবেন কখন নিয়োগ হয়, কি রকম প্রশ্ন হয় এইসব।
এটা আমি শুরু করলেও এটা আমার নিজস্ব টপিক নয়, সবার অংশগ্রহনেই এই টপিক পূর্ণতা পাবে।
এখানে পোষ্ট করুন রিসেন্ট পিএসসি এর ক্যাডার নন ক্যাডার, বিভিন্ন মন্ত্রনালয় কমিশন ও সরকারী বে-সরকারী ব্যাংক এর নিয়োগ সার্কুলার। পোষ্ট করুন আবেদনের শেষ সময়সীমা, আবেদনের প্রকৃয়া, পরীক্ষার রুটিন, পরীক্ষার কেন্দ্র এসব বিভিন্ন বিষয় নিয়ে।
তবে এগুলোর মধ্যে ক্লিক, ক্যাপচা, অনলাইন ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে পোষ্ট করবেন না।
যে কোন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস সবাই যাতে আবেদন করতে পারে এমন রিকোয়ারমেন্টের জব হলে ভাল হয়। সাথে টিপস ও কেন্দ্রে যাওয়ার সহজ উপায় অর্থাৎ কোন বাস কোথায় ছাড়ে, কতক্ষন লাগে এবং সেখান থেকে কিভাবে... এসব দিতে পারেন।
ফার্মাসিঊটিক্যাল এর জব মোষ্ট ওয়েলকাম (হেঃ হেঃ আমি এই বিষয়েই কি না!!!!)
এছাড়া কারো কোন চাকরীর পরীক্ষা বা ভাইবার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।
[ আসলে কিছুদিন আগে আমি এক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভিড় দেখে জানলাম সেদিন পল্লী বিদ্যুৎ বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষা হচ্ছে. (একই দিনে বিভিন্ন সময়ে)..... যার সবগুলোতেই আবেদনের যোগ্যতা আমার ছিল। কিন্তু আমি যানতামই না যে তারা সার্কুলার দিয়েছে। হয়ত ওই দিন আমি পেপারে খেয়াল করিনি বা তাদের ওয়েব সাইটে এড়িয়ে গেছি। খুব খারাপ লেগেছিল......... এই জন্যেই এই পোষ্টের অবতারনা]
আমিই শুরু করি
অগ্রনী ব্যাংকের নিয়োগ পরীক্ষার সার্কুলার হয়েছে। এখনও অনলাইন থেকে এডিমট পাচ্ছি না। কেউ কি এডমিট পেয়েছে?? ওদের ওয়েব সাইট http://www.agranibank.org/career.php