টপিকঃ ‘ডাক্তার’
‘ডাক্তার’
বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজ গুলির ভর্তি ফি অস্বাভাবিক বেশি। এত ভর্তি ফি দিয়ে ভর্তি এবং মাসে মাসে আরও বেশ মোটা অংকের টাকা গুনতে হচ্ছে অভিভাবক দের। নীচে আমার হিসাব টা একটু দেখুন..................
ভর্তি ফী:……………………………………………………………:১৮০০০০০ টাকা
মাসিক চার্জ(খাওয়া, হস্টেল , মাসিক বেতন ETC):১০০৮০০০ টাকা
(৬ বছর X১২ X১৪০০০=১০০৮০০০)MBBS শেষ হতে ৬ বসর লাগে
বই (৬ বছরে).........................................ঃ ৩০০০০০ টাকা
এক্সটা ..........................................।।.....ঃ ৫০০০০ টাকা
মোট খরচ..........................................=৩১০৫৮০০ টাকা
তাহলে দেখুন, এত বিশাল খরচ করে পড়ে যখন তারা ডাক্তার হয়, তাদের মনে কি থাকে যে, তাদের প্রধান লক্ষ্য মানুষ কে সেবা দান। আমার মনে হয় তাদের প্রধান লক্ষ্য থাকে কি করে কত তাড়াতাড়ি সেই টাকা তোলা যাই। এর সত্যতা পাবেন যখন যাবেন ডাক্তার দের চেম্বারে।তাদের ফি বা ফিস শুনলে মাথা খারাপ। আর বড় দু একটা ডিগ্রি থাকলে তো কথা নেই। রুগী দের ব্যবস্থাপত্র শুধু লিখলে কাজ হত, এর সঙ্গে এই টেস্ট সেই টেস্ট , যার বেশির ভাগই দরকার হই না (এর প্রধান কারণ DAIGONESTICT CENTER গুলির সাথে গোপন চুক্তি ) এখান হতেও কামাই । তার পর এমন সব ঔষধ লিখে( কারণ হল ঔষধ কোম্পানি সাথে চুক্তি)। এখান হতেও কামাই। এদের ডাকাত ছাড়া আর কি বলব।
বিঃদ্রঃ ভাল ডাক্তার যে নেই তা কিন্তু বলছিনা। এই সব আমার নিজ দেখা এবং শোনা।
এদের সাথে আমি মিল খুঁজে পাই ঘুষ দিয়ে চাকরি নেওয়া দের। কারণ এদেরও লক্ষ্য থাকে কেমন করে ঘুষ দেওয়া টাকা কত তাড়াতাড়ি তোলা যায়।
# আমার খুব রাগ এই সব ডাক্তার দের প্রতি। তাই আমার খুব ইচ্ছে আছে আমার অনেক টাকা হলে একটা ফ্রি ডাক্তার খানা খুলব আমার এলাকাই।আর একটা ডাক্তার কে ভাড়া করব নে তর কত টাকা লাগবে। এটাই হবে ডাক্তার দের ওপর আমার প্রতিশোধ।
# আমার এই লিখা লিখতে তথ্য দিয়ে সাহায্য করেছে আমার ভাগনা জোবায়ের। ও একটা বেসরকারি মেডিকেলে পড়ে।
গোলাম মাওলা, বাসাবো, ঢাকা