টপিকঃ নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
বাজারে বিভিন্ন দামের এবং বিভিন্ন স্পেসিফিকেশনের মোবাইল আছে। মাঝে মাঝে নিজের নোকিয়া ১২০২ (!!) বদলে ওগুলো নিতে ইচ্ছা করে। তবে একটু ইনভেস্ট বেশি করলে সেটা আবার রাস্তার বড়ভাইদের দৃষ্টিআকর্ষক হয়ে যেতে পারে ... তাই যা না হলেই নয় এমন নেয়ার ইচ্ছা পোষন করি। মুশকিল হল, আমার কাছের কেউ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী নাই, যে দেখে একটু বুঝতে পারবো (আমার ইমিডিয়েট ছোটভাই গ্যালাক্সি এস ২ ব্যবহার করে কিন্তু ওর সাথে মাসে একবার দেখা হয় -- দুরে থাকে)।
ফোন পাল্টাতে চাই কারণ বর্তমান ফোনে,
-- মেমরি কম। ফোনবুকে আরো কিছু এন্ট্রি থাকলে মন্দ হত না। বিশেষত এসএমএসের লিমিটটা ভোগায়।
-- যাতায়াত পথে ইমেইল নোটিফিকেশন এবং পড়তে/উত্তর দিতে পারলে কাজ কাম আরেকটু গতি পেত হয়তো। সাথে নেটে পেপার ও ফোরাম দেখা গেলে আরো ভাল।
-- জিপিএস থাকলে মন্দ হয় না। মাঝে মাঝে খুব কাজে লাগে -- অফিসিয়াল/প্রফেশনাল কাজেও লাগানো যায়।
-- ক্যামেরা। ফোনটা মূলত যোগাযোগের জন্য, তবে মোটামুটি ক্যামেরা যেটাতে ১২০০*৯০০ পিক্সেলের ছবি উঠানো গেলেই চলবে। কারণ ফেসবুক বা অন্য কোথাও শেয়ার দিতে গেলে আমি সাধারণত ছবিগুলোকে রিসাইজ করে ৮০০*৬০০ তে কমিয়ে দেই (সাইজের কারণে), কখনই কয়েক মেগাবাইট সাইজের ছবি দেই না -- ইন্টারনেটে কেউ এক ছবিতে কয়েক সেকেন্ডের বেশি থাকে না, অত ডিটেইলেরও দরকার নাই। আমার হিসাবে ২ মেগা পিক্সেল যথেষ্ট (১২০০*৯০০ = ১.০৮মেগা পিক্সেল; উল্টাভাবে ২ মেগা পিক্সেল = ১৪১৪*১৪১৪)-- কিন্তু ছবির কোয়ালিটি ভাল হতে হবে।
-- গেম: ফোনে গেম খেলার ইচ্ছা নাই। তবে বাচ্চাকে মাঝে মাঝে হালকা গেম যেমন ফ্রুট নিনজা খেলতে দিতে হতে পারে।
-- ইউটিলিটি: পিডিএফ এবং অফিস ডকুমেন্ট রিডার এবং এডিটর।
-- মিউজিক এবং ভিডিও: দরকার নাই। বড়জোর ইউটিউবের কিছু ভিডিও টিউটোরিয়াল। তবে সেগুলো আমি কম্পুর অপেক্ষাকৃত বড় স্কৃনের বেশি কাজের হবে বলে মনে করি।
প্রশ্ন হল: এই কাজগুলো স্মুথলি করানোর জন্য আসলে কত পাওয়ারফুল ফোন নেয়া দরকার? প্রসেসর, জিপিইউ ইত্যাদি মিনিমাম কত হলে চলবে? প্রাসঙ্গিক ভাবে বলি, আমি ডেস্কটপে ৫১২ মেগা মেমরি চালাই সমস্যা ছাড়াই স্মুথলি, তবে সেটা বেড়ে ২ গিগা হলে আমার কাজে আরো কিছুটা আরাম হয়। জানিনা আমার কাজগুলো (মেইল চেক ইত্যাদি) করার জন্য কত মেমরি ভাল? কত পিক্সেল ডেনসিটি যথেষ্ট? আমি গেমার নই, সিনেমা বা ভিডিও দেখার আগ্রহ নাই।
বাজারে কম দামের মধ্যে (ছিনতাইকারী ড্যামেজ ম্যানেজমেন্ট) সিম্ফনির W12, W20, W30 আছে। (প্রথম দুইটাতে জিপিএস নাই)। ওয়ালটনের প্রিমো সি-১ (জিপিএস নাই), ডি-১ ইত্যাদি আছে। এগুলো নিলে কি পায়ে কুড়াল মারা হবে? নাকি বাজেট বাড়াবো? ওদিকে গ্যালাক্সি এস-৪ দিবে মাসে মাসে ৩ হাজারের কম করে ২৪ মাসের কিস্তিতে এমন অফারও আছে!!
ট্যাব নিলে জিনিষ ভাল, কিন্তু পকেটে নিয়ে ঘোরা যাবে না। রাস্তার বড়ভাইদের বড়ই আনন্দ হবে। তাই ওটা আপাতত হিসাবের বাইরে। হেভি কম্পিউটিং ল্যাপটপ বা ডেস্কটপে করবো -- ফোনটা ওগুলোর বিকল্প হিসেবে চাচ্ছি না।
অ্যান্ড্রয়েডের পরামর্শ সংক্রান্ত আরো টপিক আছে। কিন্তু কোনোটাই ঠিক আমার চাহিদাকে অ্যাড্রেস করতে পারছে না। তাই আলাদা টপিক খুললাম।