টপিকঃ আগামী জাতীয় নির্বাচনে ইমরান এইচ সরকারের প্রার্থী হওয়া উচিত কি?
শাহবাগ আন্দোলনের আলোচিত-সমালোচিত মুখপাত্র ও এক সময়ের ছাত্রলীগের নেতা ডাঃ ইমরান এইচ সরকারের কি আগামী নির্বাচনে প্রার্থী হওয়া উচিত বলে মনে করেন? যদি মনে করেন হ্যা হওয়া উচিত তবে কেনো আর যদি উত্তর না হয় তবে কেনো না সেটা বলেন।
বাই দ্য ওয়ে, ইমরান এইচ সরকার নতুন এক কর্মসূচি হাতে নিয়েছেন। মাদ্রাসার ছাত্রদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন।
‘মাদ্রাসা ছাত্রদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে’
স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসাগুলোতেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা এখন সময়ের প্রয়োজন। বাংলাদেশে মোট ৫৫ হাজার মাদ্রাসা আছে, প্রতি তিনজন ছাত্রের মধ্যে একজন মাদ্রাসায় পড়াশোনা করে। সুতরাং তাদের অন্ধকারে রেখে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সম্ভব নয়।
রোববার এক ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে গণজাগরণ মঞ্চ, অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের এক প্রশ্নের জবাবে একথা বলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
তিনি আরো বলেন, “আমরা ইতোমধ্যে, মহাখালীর একটি মাদ্রাসার সাথে যোগাযোগ করেছি। উক্ত মাদ্রাসায় প্রায় ২০০০ ছাত্র পড়াশোনা করে। পর্যায়ক্রমে সারা বাংলাদেশে সব ধরনের মাদ্রাসায় আমাদের গনজাগরণের প্রতিনিধিরা যাবে। মাদ্রাসাগুলোতে ক্যারাভান ৭১ এর আদলে মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত বই-পুস্তক বিতরণ করা হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর বিভিন্ন ডকুমেন্টারি দেখানোর পরিকল্পনা আমাদের হাতে আছে। এ ব্যাপারে সরকারের কাছ থেকে সহযোগিতা প্রয়োজন।”