Re: সাভারের ভবন ধ্বস তার পর ?
একটি দুর্ঘটনা একটি পরিবারের আজীবনের কান্না আর তাদের কথা চিন্তা করার আর কেহ নেই
Re: সাভারের ভবন ধ্বস তার পর ?
দিন যাবে মাস যাবে বছর যাবে। কিন্তু হতভাগা শ্রমিকদের ভাগ্যে কোন কিছুই জুটবে না।
Re: সাভারের ভবন ধ্বস তার পর ?
১৭ দিন পর উদ্ধার হওয়া রেশমাকে ওয়েস্টিন হোটেল চাকুরী দিয়েছে।
৯ ০৭-০৬-২০১৩ ১২:১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন ciai (০৭-০৬-২০১৩ ১২:১৪)
Re: সাভারের ভবন ধ্বস তার পর ?
বাংলাদেশের মানুষের আবস্হা হল - কোন ভাল কিংবা খারাপ কাজের আলচনা সমালোচনা কোনটাই করা যাবে না- কারন সেটার মধ্যে রাজনীতিকরন করা হয়। মরলেও বিপদ -বাঁচলেও বিপদ
Re: সাভারের ভবন ধ্বস তার পর ?
এত সাহায্য নেয়া হলো এত দান উঠানো হলো সে গুলো কোথায়? আর অলৌকিক ভাবে যে রেশমা বেচে গেছেন তাকে নিয়ে মিডিয়া তোলপাড়, কিন্ত যারা আহত বা অঙ্গহানী হয়ে বেচে আছেন তাদের কি হবে?
Re: সাভারের ভবন ধ্বস তার পর ?
মেরেছে কারা তা নিয়ে কেহ আলোচনা করেনি কেন? <ভয়ে>