আমি বহুদিন আগেই ছাড়ছি সাইকেল
ক্লাস ফাইভ থেকে ইন্টার পর্যন্ত এই সাইকেলেই স্কুল প্রাইভেট যেতাম
অনেকেই পাতলা বলে BSA SLR সহ সুন্দর সুন্দর সাইকেল চালাতো
আমি মোটা সোটা দেখে ওগুলো কিনতে পারতাম না.........

আমি চালাতাম HERO JET
এরপর সেভেনে কথা দিলাম এইটে বৃত্তি পাবই আমাকে এমন চিকন চাকার সাইকেল কিনে দিতে হবে
চিকন সাইকেল গুলোর সমস্যা সিট চিকন থাকে বসতে কমফোর্ট হয় না
আমরা থাকতাম বর্ডারের পাশেই এক উপজেলায়। ব্লাকিদের বললেই সাইকেল এনে দিত, কোন শোরুম/দোকান ছিল না। পরে সব খুলে বললাম আব্বাস মিয়াকে। সে আমাকে কিছু সাইকেলের ছবি দেখালো। পছন্দ হয় না
তখন টিভিতে (ডিডি-১) এড দেখাত RACK-SHAK, MOUNTAIN এমন অনেক বাইক
সোজা হ্যান্ডেলের সাইকেলের টায়ার হয় মোটা চালানো পরিশ্রমের, মাঝারি চাকার গুলোর স্টাইল নাই, চিকন চাকার আকা বাকা হ্যান্ডেল সহ নেক স্টাইল
আমার চাহিদা ছিল সোজা হ্যান্ডেল চিকন চাকা আর প্রশস্ত ছিট মজবুত ক্যারিয়ার (বই খাতা ব্যাগের জন্য)
সেই লোক ঠিকই আমার জন্য একমাস পর সেই রকম সাইকেল কিনে এনেছিল
গোটা এলাকায় আমার সাইকেল ২ দুই পিস নাই। কি সেই আনন্দ...... এখন এস-৪ বা ম্যাক বুক রেটিনা বা এফযেড-এস কিনলেও সেই আনন্দের ধারে কাছেও যাওয়া যাবে না
দাম পড়েছিল ৬০০০ এর মত ৯৬ সালে। এই সাইকেলে আমি রংপুর ক্যান্টে পড়া অবস্থায় ২ বছর রংপুর শহরে চালিয়েছি। ব্রেকে একটু সমস্যা ছিলো (সমস্যা নয় গতি জড়তা)...... তবে চালাতে চালাতে ইউজটু হয়েছিলাম
এরপর নাইনের শেষে হেভি ডিউটি ফিনিক্স সাইকেল কিনি। ইন্টারের শেষ অব্দি ছিল। টেষ্টের পর ক্লাস বন্ধ ছিল ইন্টারের। অনার্স ডিগ্রীদের চলছিল। কি কাজে কলেজ গিয়ে সাইকেল গ্যারেজে রাখি নাই।
চোখের পলকে সাইকেল হাওয়া
এরপর অনেকদিন সাইকেল চড়িনি। এখনও দেশের বাড়িতে গেলে এর ওর সাইকেল নিয়ে চালাই
সবচেয়ে মজা লাগে সবজির পাইকারদের সাইকেল চালাতে.........
এনাদের সাইকেল কাষ্টম মেড। সাইকেল পিছনের ক্যারিয়ার অসম্ভব বড় ( মালামাল পরিবহনের জন্য)
রিং হেভি ডিউটি রিস্কার রিং, স্পোক অত্যাধিক মোটা এটাও ভ্যান গাড়ীত মোটা স্পোক, বডিতে বাড়তি লোহার পাত ও এঙ্গেলের ঝালাই। বেলের কোন কারবার নাই, অনেকের ব্রেকও নাই। সিটে মাশাল্লা মেহেদী ভাইয়ের মত তিনজন বসা যাবে। এইসব সাইকেল(!!!) না দেখলে বোঝানো যাবে না এটা কি!!!!!!!
@শিপলু ভাই
কিছু টেকনিক্যাল কথা বুঝতেছি না যেমন রিম, রোড বাইক, হাইব্রিড বাইক, টুইস্টেড, ডিক ব্রেক, ফ্রক
ছবি সহ দিলে আমার জানা নামের সাথে মেলাতে পারতাম
আর এমন একটা কিনে ফেলেন
