টপিকঃ অভিযোগের অপব্যবহার
অনেক দিন ধরেই লক্ষ করা যাচ্ছে অনেক ফোরামিক অভিযোগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ধরণের প্রশ্ন করে যাচ্ছেন। যেমন, "অমুক পোস্টে এই একশন নেয়া হয়েছে কিন্তু তমুক পোস্টে নেয়া হয় নি কেন?", "আমি একটা অভিযোগ করেছিলাম, মডারেটররা কি আমাকে ইগনোর করছেন?"। এটা জানা জরুরী যে অভিযোগ একমুখি, এখান থেকে কোন উত্তর দেয়া হবে না, এটাও জানানো হবে না যে অভিযোগটা সঠিক না ভুল।
তাই অভিযোগে কখনই কোন প্রশ্ন কাম্য নয়।
প্রজন্ম কর্তৃপক্ষকে (এডমিন, মডারেটর, ডেভেলপার, কন্ট্রিবিউটর) প্রশ্ন করার জন্য প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে টপিক খুলে সেখানে প্রশ্ন করুন। অবশ্যই প্রজন্ম কর্তৃপক্ষের কেউ না কেউ উত্তর দিবে। আর প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান বিভাগে যেকোন রকমের অফটপিক নিষিদ্ধ।
ব্লগ: shiplu.mokadd.im
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।