টপিকঃ বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে প্রথম আলো
বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে প্রথম আলো, বিনিময়ে “র” দিচ্ছে কোটি টাকা.........
বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভয়ংকর খেলায় নেমেছে দৈনিক পত্রিকা “প্রথম আলো”, দুর্নীতিগ্রস্থ ও জুয়ায় নিমজ্জিত আইপিএল কর্তৃপক্ষ যখন থেকেই নিজেদের দোষ ঢাকতে বাংলাদেশের মতো দুর্বল দেশকে দায় চাপানোর জন্য বেছে নিয়েছে, তখন থেকেই ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষের বক্তব্য বিনা প্রমানে হুবহু ছাপতে শুরু করে প্রথম আলো পত্রিকা ।
যে পত্রিকা ডেসটিনি কেলেংকারী, হলমার্ক কেলেংকারী, পদ্মা কেলেংকারী কিংবা সরকারের কোন ব্যর্থতা নিয়ে লিড নিউজ করেনা, তারা এখন বাংলাদেশী ক্রিকেটার আশরাফুলসহ পুরো বাংলাদেশ টিমকে ঘুষখোর, স্পট ফিক্সিং এ জড়িত দল বলে প্রমানের চেষ্টা করতে শুরু করেছে ।
প্রতিদিন তারা “র” শেখানো কল্পিত ফিক্সিং এর সাথে নতুন নতুন নাম জড়ানোর চেষ্টা করছে । আজ তারা নতুন করে প্রকাশ করে নন্দিত ক্রিকেটার পাইলট, সুজন এবং রফিকের নাম । তারা নাকি ২০০৪ সাল থেকেই ফিক্সিং করে আসছে ।
যেখানে বিশ্বের সকল দেশের প্রধান মিডিয়াগুলো এমন পরিস্থিতিতে নিজেদের সম্মান বাঁচানোর চেষ্টা করতো, সেখানে আমাদের দেশের প্রধান সংবাদপত্র আমাদের ক্রিকেটকেই ধ্বংস করতে মাঠে নেমেছে, যা সত্যিই দুঃখজনক ।
তবে কেন প্রথম আলো ক্রিকেটকেই ধ্বংস করতে মাঠে নেমেছে তার উত্তর খুঁজতে গিয়ে বেড়িয়ে এলো এক লেনদেনজনিত কাহিনী....।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সংবাদকর্মী ও রাজনীতিবিদ News World 24/7 কে জানায়, ভারতের দিক থেকে ক্রিকেট বিশ্বের ফোকাস বাংলাদেশের দিকে সরাতে “র” দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোকে দিয়েছে কোটি টাকা । আর যেহেতু দেশে এখন ভারতপন্থী সরকার ক্ষমতায় রয়েছে তাই ভারতকে বাঁচাতে দেশের বিরুদ্ধে কিছু লিখলেও তাতে সরকার তাদের কিছুই বলবেনা ।
এই সুযোগে দেশের উদীয়মান ক্রিকেট ধ্বংসের নির্মম এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে প্রথম আলো । আর প্রথম আলোর এই মিথ্যা প্রোপাগান্ডার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসার পাপন কোন ব্যাবস্থা না নিয়ে বরং তিনি আশরাফুলের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারন করে বলেন, “ফিক্সিং প্রমান হলে তাকে চিরদিনের মতো বহিস্কার করা হবে...।”
এমতাবস্থায় আমরা সাধারন জনগন কি করতে পারি প্রশ্ন জাগে....!!!
দেশপ্রেমিক জনতা, আপনাদের বলছি......
দেশের ক্রিকেটের আকাশে আজ বিদেশি শকুনের আনাগোনা, জেগে উঠুন, আওয়াজ তুলুন, প্রথম আলো বর্জন করুন.....!!